দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জগাছা থানা এলাকায়।
শনিবার দুপুরে হাওড়া জগাছা থানার অন্তর্গত পঞ্চানন তলা এলাকায়।এখানে মনপ্পুরম গোল্ড লোন এর অফিসে গ্রাহক সেজে আসে কয়েকজন দুষ্কৃতী । গোল্ড লনের অফিসে ঢুকেই আগ্নে়ওআস্ত্র বের করে সিকিউরিটি গার্ডদের বেধড়ক মারধর ও একই সঙ্গে আফিসে উপস্থিত গ্রাহকদের লকার রুমে নিয়ে গিয়ে আটক করে দেয় দুষ্কৃতীরা ।
এর পরে আগ্নে়ওআস্ত্র দেখিয়ে ম্যানেজারের থেকে চাবি নিয়ে নেয় তারা।লকার খুলে প্রায় ২৬ কেজি গহনা লুঠ করে।কোন কিছু বোঝার আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা । তারপরে চেঁচামেচি হতে স্থানীয় লোকেরা জানতে পারে ডাকাতি হয়ে গিয়েছে উক্ত গোল্ড লোনের অফিসে ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে আনুমানিক 26 কিলো সোনার গয়না যার বাজার মূল্য 1 কোটি 30 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা ।
গোটা ঘটনা নিয়ে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগাছা থানার পুলিশ ও গোয়েন্দা বিভাগের অধিকারীরা । ঘটনাস্থল থেকে হাতের ছাপের নমুনা সংগ্রহ করেছে ফরেনসিক বিভাগ । খতিয়ে দেখা হচ্ছে গোটা এলাকার সিসিটিভি ফুটেজ।