Home আজকের খবর দুটি দোকানে দুঃসাহসিক চুরি

দুটি দোকানে দুঃসাহসিক চুরি

দুটি মুদিখানা দোকানে দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে,
পূর্ব বর্ধমানের আউসগ্রাম থানার বিল্লগ্রাম অঞ্চলে বড়া চৌমাথা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, গতকাল গভীর রাতে দুটি মুদিখানা দোকানে ছাউনি ভেঙ্গে দুষ্কৃতীরা দোকানে ঢুকে প্রায় কয়েক হাজার নগদ অর্থ সহ কিছু মুদিখানা সামগ্রী লুটপাট করে। এই ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

দুটি দোকানে দুঃসাহসিক চুরি ( আউশগ্রাম )

দুটি দোকানে দুঃসাহসিক চুরি ( আউশগ্রাম )

Gepostet von ACN Life News am Donnerstag, 15. Oktober 2020

মুদিখানা দোকানদার মিহির কুমার যশ ও চিরঞ্জিত ঘোষ জানান, সকালে দোকান খুলে দেখি ছাউনির এডবেস্টার ভেঙ্গে দুষ্কৃতীরা দোকানে ঢুকে চুরি করে। এরপর আমরা আউসগ্রাম থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তদন্ত করে যান।

পাশাপাশি, স্থানীয় ব্যবসায়ীরা জানান, বড়া চৌমাথা এলাকায় এই ধরনের চুরির ঘটনা এর আগেও একাধিকবার ঘটছে। বারবার এই ধরনের চুরির ঘটনা ঘটায় রীতিমতো আতংকিত বোধ করছেন অন্যান্য ব্যবসায়ীরা। তারা নিরাপত্তার দাবি জানাচ্ছেন পুলিশ প্রশাসনের কাছে।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments