এসিএন লাইফ নিউজ, ৩ নভেম্বর : বিরল প্রজাতির পাখি উদ্ধার ভাতাড়ে । পাখিটির নাম ইন্ডিয়ান ডটার বা ওরিয়েন্টাল ডটার বা স্নেক বার্ড । এই প্রজাতির পাখি সাধারণত দেখা যায় রাজস্থানে । এই ধরণের পাখি দেখতে পেয়ে স্বভাবতই হতবাক পাখিপ্রেমী মানুষ থেকে শুরু করে সংগঠনের সদস্য সকলেই ।
শীতকালে এরাজ্যে স্নেকক বার্ডের দেখা মেলে মাঝের মধ্যে । তাও আবার কলকাতার রবীন্দ্র সরোবর ও বোটানিক্যাল গার্ডেনে । কিন্তু জেলা বর্ধমানে ভাতাড় থানার হাড়গ্রাম এলাকায় এই পাখি দেখে খুশি এলাকাবাসী ।
জানা যায়, এরাজ্যে সাত-আট বার কয়েকটি জলাশয়ে স্নেক বার্ডের দেখা মিলেছে । এরা মূলত ছোট মাছ শিকার করে । এদের লম্বা ঠোঁট, আর চওড়া ডানা থাকে ।
ভাতার থানার হাড়গ্রাম এলকার বাসিন্দা রবি মাঝি নামে এক ব্যক্তি প্রথমে অসুস্থ অবস্থায় এই পাখিটিকে দেখতে পান । এরপর তিনি খবর দেন স্থানীয় পাখিপ্রেমী রানা বাবুকে । খবর পেয়ে রানা বাবু বর্ধমানের এনিম্যাল ওয়েলফেয়ার সোসাইটি কে খবর দেন । সংস্থার পক্ষ থেকে অর্ণব দাস ও রতন দাস ঘটনাস্থলে পৌঁছে মঙ্গলবার আহত পাখিটিকে উদ্ধার করেন ।
অর্ণব দাস জানিয়েছেন, পাখিটির পায়ে এবং ডানায় চোট রয়েছে । পাখিটিকে বর্তমানে চিকিৎসার মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয়েছে । পরবর্তীকালে বনবিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে ।
তিনি আরও জানান, এটি একটি বিরল প্রজাতির পরিযায়ী পাখি । কিভাবে শীত পড়ার শুরুতেই এই পাখি এখানে এলো তা অনুসন্ধান করে দেখলে জানতে পারা যাবে ।