Home Malda মানিকচকে বিপদসীমার ওপরে বইছে গঙ্গা নদীর জল, দুর্বিষহভাবে জীবন কাটাচ্ছে কয়েকশো পরিবার

মানিকচকে বিপদসীমার ওপরে বইছে গঙ্গা নদীর জল, দুর্বিষহভাবে জীবন কাটাচ্ছে কয়েকশো পরিবার

মালদা, ১২ অগাস্ট : মানিকচকে বিপদসীমার ওপরে বইছে গঙ্গা । জোতপাট্টা, রামনগর, রবিদাসটোলা, এই তিনটি গ্রামে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে । জলবন্দি কয়েকশো পরিবার । দুর্বিষহভাবে জীবন কাটাচ্ছে পরিবারগুলো । ইতিমধ্যেই দুর্গতরা প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন ।

 

 

 

 

 

 

এই তিনটি গ্রামে রাস্তাঘাট থেকে বাড়ির সর্বত্র গঙ্গার জল ঢুকে ভাসিয়ে দিয়েছে । এই অবস্থায় পরিবারগুলি বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন । অনেকে আবার রাস্তার ওপরে ত্রিপলের নিচেই দিন কাটাচ্ছেন ।

 

 

 

 

 

প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গার বিপদসীমা হল ২৪.৬৯ মিটার এবং চূড়ান্ত বিপদ সীমা হল ২৫.৩০ মিটার । কিন্তু বর্তমানে গঙ্গার জল জলস্তর ঊর্ধ্বমুখী হওয়ায় চূড়ান্ত বিপদসীমা ২৫.৩০ মিটার জলস্তর ছুঁয়ে ফেলেছে গঙ্গা । এই পরিস্থিতিতে লাল সর্তকতা জারি রয়েছে গঙ্গা নদীতে ।

 

 

 

 

 

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে গোটা এলাকা গঙ্গার জলে ভাসছে । এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সাহায্য মেলেনি । প্রতিনিয়ত বাড়ছে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা । বহু পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছে । স্থানীয়দের দাবি, ত্রাণ সামগ্রী কিছু এখনও না দিলেও অন্ততপক্ষে প্রশাসনের উচিত শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা । কিন্তু কিছুরই এখনও দেখা নেই । কোনরকম ত্রাণ সামগ্রীও পৌঁছায়নি এলাকায় । ফলে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জল যন্ত্রণায় কাতর পরিবারগুলির ।

 

 

 

 

 

 

ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, জলবন্দি পরিবারগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে । উঁচু স্থানে যাতে আশ্রয় নিতে পারে সেই লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে । সমস্ত বিষয়ের ওপর নজরদারি চালানো হচ্ছে । জেলা প্রশাসনের নির্দেশ মতই দ্রুত সরকারিভাবে সহযোগিতা পৌঁছানো হবে জলবন্দি পরিবারগুলিকে ।

 

 

 

 

 

 

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments