মালদা, ১২ অগাস্ট : মানিকচকে বিপদসীমার ওপরে বইছে গঙ্গা । জোতপাট্টা, রামনগর, রবিদাসটোলা, এই তিনটি গ্রামে হু-হু করে জল ঢুকতে শুরু করেছে । জলবন্দি কয়েকশো পরিবার । দুর্বিষহভাবে জীবন কাটাচ্ছে পরিবারগুলো । ইতিমধ্যেই দুর্গতরা প্রশাসনিক সাহায্যের আবেদন জানিয়েছেন ।
এই তিনটি গ্রামে রাস্তাঘাট থেকে বাড়ির সর্বত্র গঙ্গার জল ঢুকে ভাসিয়ে দিয়েছে । এই অবস্থায় পরিবারগুলি বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন । অনেকে আবার রাস্তার ওপরে ত্রিপলের নিচেই দিন কাটাচ্ছেন ।
প্রশাসন সূত্রে জানা গেছে, গঙ্গার বিপদসীমা হল ২৪.৬৯ মিটার এবং চূড়ান্ত বিপদ সীমা হল ২৫.৩০ মিটার । কিন্তু বর্তমানে গঙ্গার জল জলস্তর ঊর্ধ্বমুখী হওয়ায় চূড়ান্ত বিপদসীমা ২৫.৩০ মিটার জলস্তর ছুঁয়ে ফেলেছে গঙ্গা । এই পরিস্থিতিতে লাল সর্তকতা জারি রয়েছে গঙ্গা নদীতে ।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে গোটা এলাকা গঙ্গার জলে ভাসছে । এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও সাহায্য মেলেনি । প্রতিনিয়ত বাড়ছে রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা । বহু পরিবার বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে ত্রিপলের নিচে আশ্রয় নিয়েছে । স্থানীয়দের দাবি, ত্রাণ সামগ্রী কিছু এখনও না দিলেও অন্ততপক্ষে প্রশাসনের উচিত শৌচাগার ও পানীয় জলের ব্যবস্থা করা । কিন্তু কিছুরই এখনও দেখা নেই । কোনরকম ত্রাণ সামগ্রীও পৌঁছায়নি এলাকায় । ফলে প্রশাসনসহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ জল যন্ত্রণায় কাতর পরিবারগুলির ।
ব্লক প্রশাসন সূত্রে জানা গেছে, জলবন্দি পরিবারগুলোর জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে । উঁচু স্থানে যাতে আশ্রয় নিতে পারে সেই লক্ষ্যে গ্রাম পঞ্চায়েতগুলিকে নির্দেশিকা দেওয়া হয়েছে । সমস্ত বিষয়ের ওপর নজরদারি চালানো হচ্ছে । জেলা প্রশাসনের নির্দেশ মতই দ্রুত সরকারিভাবে সহযোগিতা পৌঁছানো হবে জলবন্দি পরিবারগুলিকে ।