পূর্ব বর্ধমান, ২১ জুলাই : আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা । ইদুজ্জোহা সমগ্র পৃথীবি জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন । ইদুজ্জোহাকে বকরি ঈদ বা কোরবানিও বলা হয়ে থাকে । হিজরি বছরের শেষ মাস হল জিলহজ । প্রতি বছর এই মাসের ১০ তারিখে ইদুজ্জোহা উৎসব পালিত হয়ে থাকে । ইদুজ্জোহা মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব ।
কোরানের বর্ণনা অনুযায়ী, আল্লাহ হজরত ইব্রাহিমের আনুগত্য পরীক্ষার জন্য তাঁর প্রিয় বস্তুকে কোরবানি করার নির্দেশ দেন। স্বপ্নে পাওয়া সেই নির্দেশ অনুসারে তিনি তাঁর পুত্র হজরত ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হন । আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন । তাঁরই নির্দেশে ইসমাইলের পরিবর্তে কোরবানি দেওয়া হয় একটি দুম্বাকে । ইব্রাহিমের এই পুত্রকে বলিদানের ঘটনা তাঁর আল্লার প্রতি বিশ্বাস ও নিষ্ঠাকে প্রমাণ করে । এরপর থেকে হজরত ইব্রাহিমের এই ত্যাগের আদর্শকে স্মরণ করেই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোরবানি করে থাকেন । কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা জানিয়ে দেন, আল্লাহর জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত। তাই ইদুজ্জোহা একদিকে ত্যাগের, অন্যদিকে ঐতিহ্যের উৎসব ।
সারা বিশ্বের পাশাপাশি বর্ধমানেও ইদুজ্জাহা পালনের ব্যতিক্রম ঘটেনি । নামাজ পড়তে যাওয়া ধর্মপ্রাণ মানুষদের এদিন নামাজ পরিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন বর্ধমানের ইমামরা । এই প্রসঙ্গে ইমাম বলেন, “সরাকারি বিধি নিষেধ মেনেই কোরবানি পালন করা হয়েছে । হজরত ইব্রাহিমের জামানা থেকে পশুবলী যেমন করা হয়ে থাকে তেমনই হয়েছে । দূরত্ববিধি মেনেই নামাজ পড়েছি সকলে ।”