Home আমার জেলা দূরত্ববিধি মেনে পালিত ইদুজ্জোহা

দূরত্ববিধি মেনে পালিত ইদুজ্জোহা

পূর্ব বর্ধমান, ২১ জুলাই : আজ বিশ্ব জুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা । ইদুজ্জোহা সমগ্র পৃথীবি জুড়ে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কাছে একটি পবিত্র দিন । ইদুজ্জোহাকে বকরি ঈদ বা কোরবানিও বলা হয়ে থাকে । হিজরি বছরের শেষ মাস হল জিলহজ । প্রতি বছর এই মাসের ১০ তারিখে ইদুজ্জোহা উৎসব পালিত হয়ে থাকে । ইদুজ্জোহা মিলনের উৎসব, সম্প্রীতির উৎসব ।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

কোরানের বর্ণনা অনুযায়ী, আল্লাহ হজরত ইব্রাহিমের আনুগত্য পরীক্ষার জন্য তাঁর প্রিয় বস্তুকে কোরবানি করার নির্দেশ দেন। স্বপ্নে পাওয়া সেই নির্দেশ অনুসারে তিনি তাঁর পুত্র হজরত ইসমাইলকে কোরবানি দিতে উদ্যত হন । আল্লাহর পরীক্ষায় তিনি উত্তীর্ণ হন । তাঁরই নির্দেশে ইসমাইলের পরিবর্তে কোরবানি দেওয়া হয় একটি দুম্বাকে । ইব্রাহিমের এই পুত্রকে বলিদানের ঘটনা তাঁর আল্লার প্রতি বিশ্বাস ও নিষ্ঠাকে প্রমাণ করে । এরপর থেকে হজরত ইব্রাহিমের এই ত্যাগের আদর্শকে স্মরণ করেই বিশ্বজুড়ে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা কোরবানি করে থাকেন । কোরবানির মধ্য দিয়ে মুসলমানরা জানিয়ে দেন, আল্লাহর জন্য তারা সর্বোচ্চ ত্যাগ করতেও প্রস্তুত। তাই ইদুজ্জোহা একদিকে ত্যাগের, অন্যদিকে ঐতিহ্যের উৎসব ।

 

 

 

 

 

 

 

 

 

সারা বিশ্বের পাশাপাশি বর্ধমানেও ইদুজ্জাহা পালনের ব্যতিক্রম ঘটেনি । নামাজ পড়তে যাওয়া ধর্মপ্রাণ মানুষদের এদিন নামাজ পরিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন বর্ধমানের ইমামরা । এই প্রসঙ্গে ইমাম বলেন, “সরাকারি বিধি নিষেধ মেনেই কোরবানি পালন করা হয়েছে । হজরত ইব্রাহিমের জামানা থেকে পশুবলী যেমন করা হয়ে থাকে তেমনই হয়েছে । দূরত্ববিধি মেনেই নামাজ পড়েছি সকলে ।”

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments