Home আজকের খবর এলাকাবাসীর বিক্ষোভ

এলাকাবাসীর বিক্ষোভ

ওন্দা হাসপাতালের কোরোনা রুগী ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার করা কোভিড 19 কিট ফেলার প্রতিবাদে বাঁকুড়ার কারকডাঙ্গা এলাকার বাসিন্দারা রাজগ্রাম ব্রিজে বিক্ষোভে ফেটে পড়েন ।

ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত কারক ডাঙ্গা এলাকায়। এলাকাবাসীর অভিযোগ তাঁদের অভিযোগ যে রাতের অন্ধকারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই এলাকায় কোরোনা কিট পুঁতে দেওয়া হচ্ছে । এর ফলে এই মারণ রোগের কারকডাঙ্গা এলাকায় ছড়িয়ে পড়ার সমূহ আশঙ্কা প্রকাশ করেন তাঁরা ।

তাঁদের বক্তব্য যে মঙ্গলবার গভীর রাতে যখন পুলিশকে সাথে নিয়ে এই কিটগুলি এখানে পোঁতার জন্য আনা হয় তখন এলাকাবাসী বাধা দেন । তাঁরা জানান যে সামনেই জনবসতি আছে। একটি পুকুর আছে যা এলাকার মানুষরা ব্যবহার করেন । কিছু দুরেই হ্যালিপ্যাড আছে । এছাড়াও এই এলাকা য় তাঁদের সব সময়ই আসা যাওয়া করতে হয় । তাই তাঁদের দাবি কোনোভাবেই তাঁরা এখানে কোরোনা কিট পুঁততে দেবেন না । এর জন্য তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতেও রাজি ।

এলাকাবাসীর বিক্ষোভ ( বাঁকুড়া )

এলাকাবাসীর বিক্ষোভ ( বাঁকুড়া )

Gepostet von ACN Life News am Mittwoch, 21. Oktober 2020

এই দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের ফলে যানজট হয়ে পড়ে গোটা এলাকা। ঘটনাস্থলে এসে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। তবে প্রশাসন যতক্ষণ না তাদের এই ব্যাপারে হস্তক্ষেপ করছে ততক্ষণ তারা পথ অবরোধ চালিয়ে যাবে বলে জানান কারক ডাঙ্গা এলাকাবাসী।

এই বিষয়ে এক স্থানীয় বাসিন্দা বলেন যে যখন মঙ্গলবার রাতে তাঁরা এই কিট পোঁতার বিরোধিতা করেন তখন পুলিশের পক্ষ থেকে তাঁদিগে জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় ও সরকারী কাজে বাধা সৃষ্টি না করার শাসানি দেওয়া হয় ।

এলাকার বাসিন্দা এক মহিলা বলেন যে তাঁরা কোনোমতেই এখানে এই কিট পুঁততে দেবেন না । তাঁর সাফ কথা এখানে এই কিট পুঁতলে সমগ্র এলাকা সংক্রমিত হয়ে পড়বে । তাঁর প্রশ্ন তাঁদের কি এখানে থাকার অধিকার নেই? আরও এক বাসিন্দার দাবি এখানে এই কিট না পুঁতে অন্য কোনো স্থানে এই কিটগুলি পোঁতা হোক তবেই তাঁরা এই আন্দোলন থেকে বিরত হবেন । মঙ্গলবার ক্ষিপ্ত জনতা কিট পোঁতার কাজে ব্যবহৃত দুটি জে সি বি আটক করেন । তাঁরা জানান যতক্ষণ প্রশাসনের পক্ষ থেকে কিট এখানে না পোঁতার আশ্বাস দেওয়া হচ্ছে তাঁরা এই মেশিনগুলি ছাড়বেন না।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments