শহর অপরিচ্ছন্নতা, বেহাল নিকাশি ব্যবস্থা সহ একাধিক অভিযোগ তুলে ইংরেজবাজার পৌরসভা অভিযানে 4 নম্বর ওয়ার্ড বামফ্রন্ট কমিটি। বুধবার দুপুরে বামফ্রন্ট কর্মীরা মিছিল করে এসে ইংরেজবাজার পৌরসভার মূল ফটকের সামনে হাজির হয়।
সেখানে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ এর হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয়। অভিযোগ অল্প বৃষ্টিতেই জলমগ্ন 4 নম্বর ওয়ার্ডের সিঙ্গাতলা সহ বিভিন্ন এলাকা।
ইংরেজবাজার পৌরসভা অভিযান ( মালদা )
ইংরেজবাজার পৌরসভা অভিযান ( মালদা )
Gepostet von ACN Life News am Mittwoch, 26. August 2020
দুর্গন্ধ পচা জমা জল উপচে পড়ছে রাস্তায়। বেহাল নিকাশি ব্যবস্থা বেহাল রাস্তা ঘাট। অথচ এই বিষয়ে পৌরসভার কোনো ভ্রুক্ষেপ নেই। এই সব অভিযোগ তুলে এবং সমস্যা্য সমাধানে ইংরেজবাজার পৌরসভার প্রশাসকের হাতে একটি দাবি সনদ তুলে দেওয়া হয় 4 নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে।
যদিও বিষয়গুলি খতিয়ে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ।