অস্কারে মনোনীত হওয়া প্রত্যেককে স্পেশাল গিফট ব্যাগ দেওয়া হল অ্যাকাডেমির তরফ থেকে। মার্কিল ডলারে যার মূল্য ১২৬,০০০। ভারতীয় মুদ্রায় যার দাম এক কোটি টাকার একটু বেশি। তবে শুধু এই বছরই নয়। প্রত্যেক বছরই এরকম উপহারের ব্যবস্থা করে অ্যাকাডেমি।তা কী কী রয়েছে এই উপহারের বাক্সে?বিশ্বের নামী ব্র্য়ান্ডের লাইফস্টাইল ও বিউটি প্রোডাক্ট রয়েছে। সঙ্গে রয়েছে ইটালিয়ান লাইটহাউসের রেপ্লিকা, রয়েছে অস্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের এক চিলতে জমির রেপ্লিকা। পেটার তরফ থেকে সফট টয়।
রয়েছে বেশ ওয়েলনেস প্রোডাক্টও। হাভানায় তৈরি হওয়া সুটকেসের ভিতরই ভরা রয়েছে এই উপহার সামগ্রী।৯৫তম অস্কার হল ব্যতিক্রমী। বিশ্বের নানা প্রান্তের সিনেমা শিল্পীদের হাতে উঠল সোনালি পুতুল। উদ্বাস্তু যন্ত্রণার কাহিনি বলে সবচেয়ে বেশি সাতটি পুরস্কার জিতে নিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’। এই সিনেমায় অভিনয়ের জন্যই সেরা অভিনেত্রী হলেন মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো।
আর ‘দ্য হোয়েল’ সিনেমার জন্য সেরা অভিনেতা হলেন ব্রেন্ডন ফ্রেজার। ভারতীয়দের জন্য পাওনা ‘নাতু নাতু’ গান ও ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর অস্কার।