Home খবর সোনায় মোড়া সবই সাড়ে ৭ কোটির সোনার গয়না গায়ে।

সোনায় মোড়া সবই সাড়ে ৭ কোটির সোনার গয়না গায়ে।

বাপ্পি লাহিড়ি ছাড়াও, এ দেশে আরও এমন কয়েক জন আছেন, তাঁদের ‘সোনার বাদশা’ বললেও কম হবে না।পুণেতে জন্ম।তাঁদের মধ্যেই এক জন সানি নানা সাহেব ওয়াঘচৌরে। স্কুল এবং কলেজজীবন কেটেছে সেখানেই।তিনি সানির বন্ধু সঞ্জয় গুজর ওরফে বান্টি। সানি-সঞ্জয়ের যুগলবন্দি ‘দ্য গোল্ডেন গাইজ়’ নামে বেশি পরিচিত।এক সাক্ষাৎকারে সানি বলেন, “আমরা দু’জনেই পুণেতে থাকি। আমি এবং বান্টি ছোটবেলা থেকেই বন্ধু। ছোটবেলা থেকে দু’জনেরই সোনার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ, ভালবাসা। আর সেই শখপূরণ করতেই সোনার গয়না পরা শুরু করি দু’জনে।

’’সানি জানিয়েছেন, তাঁর সারা গায়ে মোট ৮ কিলো সোনা রয়েছে। অন্য দিকে, বান্টি পরেন ৫ কিলো সোনার গয়না।সানি এবং বান্টি দু’জনে মিলে মোট ১৩ কিলো সোনার গয়না পরেন।সাক্ষাৎকারে সানি বলেন, “এত সোনা পরতে দেখে সকলেই অবাক হয়ে প্রশ্ন করেন, কী ভাবে এত ওজন নিয়ে ঘোরেন? আমি বলেছিলাম, দীর্ঘ দিন ধরে কারও যদি একটা অভ্যাসে পরিণত হয়, তা হলে অসুবিধা হওয়ার কথাই নয়।’’সোনার বর্তমান বাজারদর অনুযায়ী ‘গোল্ডেন গাইজ়’-এর মোট সোনার দাম সাড়ে ৭ কোটি টাকার বেশি।

তাঁর মোবাইলের কভারও সোনার। অন্যান্য গ্যাজেটেও সোনার ছোঁয়া রয়েছে।সানি এবং বান্টির যে সব গাড়ি রয়েছে, সেগুলিও সোনার পাতি দিয়ে মোড়ানো‌। জুতো, ঘড়ি, এমনকি চশমাতেও সোনা। সানি বলেন, “আমাদের দেখে বহু উৎসুক মানুষ ভিড় জমান। ফলে সব সময়েই সতর্ক থাকতে হয়। নিরাপত্তার জন্য আমাদের দেহরক্ষী রয়েছে।”গাড়ির বাইরের এবং ভিতরের অংশ সোনামিশ্রিত ধাতুতে মোড়ানো রয়েছে। এ ছাড়াও রয়েছে অডি কিউ-৭। এই গাড়িটি দু’জনেরই খুব পছন্দের।সানি এবং বান্টির কাছে জাগুয়ার এবং অডি ছাড়াও রয়েছে মার্সিডিজ বেন্‌জ ই ক্লাস।বেশ কয়েকটি জনপ্রিয় রিয়ালিটি শোতে তাঁদের দু’জনকে দেখা গিয়েছে।বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সানির মোট সম্পত্তির পরিমাণ ৩০ কোটি টাকা।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments