Home social media ব্যতিক্রমী দুর্গাপুজো আসানসোলের গ্রামে কোনো ব্যতিক্রম চলুন জেনে নেওয়া যাক।

ব্যতিক্রমী দুর্গাপুজো আসানসোলের গ্রামে কোনো ব্যতিক্রম চলুন জেনে নেওয়া যাক।

 

 

আবাহনেই বাজে দুর্গাপুজোর বিসর্জনের বাজনা। মহালয়া তিথিতে এমন ব্যতিক্রমী দুর্গাপুজোয় মেতে ওঠেন আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামের বাসিন্দারা।
সপ্তমী থেকে দশমীর পুজো হয় একই দিনে।

একই দিনে বিসর্জন। মহালয়া তিথিতে এমনই এক ব্যতিক্রমী দুর্গাপুজোয় মেতে ওঠেন আসানসোলের বার্নপুরের ধেনুয়া গ্রামের বাসিন্দারা। বিশেষজ্ঞদের মতে, এ রাজ্যে এমন দুর্গাপুজো দেখা যায় না তেমন।
তবে অসমে এমন পুজোর চল আছে। ধেনুয়া গ্রামে কালীকৃষ্ণ মহামায়া যোগ আশ্রম।

দামোদর নদীর ধারে এই মনোরম আশ্রমে ১৯৭৮ সাল থেকে চলে আসছে এই পুজো।সকালে নবপত্রিকাকে স্নান করিয়ে নিয়ে আসা হয় মন্দির চত্বরে। তার পর ঘট স্থাপন করে সপ্তমী, অষ্টমী, সন্ধিপুজো, নবমী এবং দশমীর পুজো হয়। তা চলে বিকেল পর্যন্ত। তার পর বিসর্জন করা হয় ঘট।

শুধু আসানসোল নয়, আশেপাশের গ্রাম এবং জেলা থেকে এখানে সমাগম ঘটে বহু মানুষের। দুপুরে ভোগ খাওয়া হয় একসঙ্গে। এই মন্দিরের প্রতিমাও ব্যতিক্রমী। দুর্গা প্রতিমার সঙ্গে থাকে না লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক। এখানে দুর্গা মহিষমর্দিনী নন। তাই প্রতিমার মুখশ্রী স্নিগ্ধ। দেবীর সঙ্গে এখানে দেখা যায় তাঁর দুই সখী জয়া এবং বিজয়াকে। এই পুজো ‘আগমনী পুজো’ হিসাবেই পরিচিত এলাকায়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments