বর্ধমান জেলার মেমারি দু’নম্বর গ্রাম পঞাচায়েতের বিভিন্ন গ্রামে চোর তৃণমূল বলে ব্যানার টাঙানো হয়েছে। গ্রামে গ্রামে একাধিক পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে লেখা আছে আবাস যোজনার উপভোক্তাদের বাড়ি তৈরি করার জন্য টাকা থেকে নেওয়া কাটমানি অবিলম্বে ফেরত দিতে হবে ।
রাতারাতি বড়লোক হয়ে যাওয়া তৃণমূল নেতাদের টাকার হিসেব দিতে হবে । সাধারণ মানুষের কাছে সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নামে যে কাটমানি নেওয়া হয়েছিল তা অবিলম্বে ফেরত দিতে হবে। এই পোস্টার গুলিকে ঘিরে আজ সকাল থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। যদিও এই পোস্টার গুলি কে বা কারা লাগিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায় নি ।