আনন্দবাজার অনলাইনকে সৌগত বলেন, ‘‘বেঘোরে মারা গেল দুই কিশোর। এটা খুবই দুঃখের কথা। এই ছেলে দুটো সম্পর্কে পুলিশের রিপোর্ট পেলাম। এরা ড্রাগ-টাগ খেত ইত্যাদি ইত্যাদি।’’ পরে তাঁর সংযোজন, ‘‘একটা ছেলে অতনু ড্রাগের নেশা করত বলে শুনেছি। আমি তো ব্যক্তিগত ভাবে এদের চিনি না। যেটা শুনলাম (সেটাই বলছি পুলিশের কাছ থেকে)।’’বাগুইআটির খুন হওয়া দুই কিশোরের এক জন মাদকাসক্ত ছিল।
পুলিশ সূত্রেই এ কথা জানতে পেরেছেন তিনি। এমনই দাবি করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, সর্বত্র মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে। তারই ফলে এমন দুঃখজনক ঘটনা ঘটছে। তিনি বলেন, ‘‘ওই ছেলেগুলো খারাপ হয়ে গিয়েছিল। এনটেন বলে একটা ড্রাগ আছে, সেটা ওরা খেত বলে জানতে পেরেছি।’’
তাঁর কথায়, ‘‘কাগজ খুললে বিজ্ঞাপন— এটা পরুন, এটা কিনুন।’’ অভিযোগ করেন, ব্র্যান্ডেড জামাকাপড় পরার জন্য সবাইকে প্রলুব্ধ করতে দায়ী এক শ্রেণির সংবাদমাধ্যমও। তাই যে ‘লাইফস্টাইল’ মানুষের সাধ্যের বাইরে, সে দিকেও ঝুঁকছে মানুষ।সৌগত জানান, এ সব নিয়ন্ত্রণ করা যায় স্কুলে মূল্যবোধ তৈরি করা গেলে। সরকারেরও মূল্যবোধ সংক্রান্ত শিক্ষা দেওয়া উচিত। তাঁর কথায়, ‘‘বেলুড় রামকৃষ্ণ মিশন বা ক্যাথলিক স্কুলের পড়ুয়ারা তাই ‘বেটার।