এসিএন লাইফ নিউজ, ২৯ অক্টোবর : সামনে এল ফেসবুকের নতুন নাম । মার্ক জুগেনবার্গের কোম্পানির নতুন হচ্ছে ‘মেটা’ (Meta) । খবরটি মার্ক নিজেই তাঁর ফেসবুক পেজে শেয়ার করেছেন । পাশাপাশি এই নাম বদলের কারণ সম্পর্কেও জানিয়েছেন তিনি ।
মার্ক জুগেনবার্গ জানান, আগামী দিনে নতুন পথ চলতে তিনি ‘মেটা’ (Meta) নামটি দিয়েছেন । ‘মেটা’ (Meta) শব্দটি এসেছে গ্রিক শব্দ ‘বিয়ন্ড’ থেকে । তিনি এই শব্দটি বেছে নিয়েছেন কারণ, আরও অনেক কিছু তৈরি করা বাকি । এই ধারণা থেকেই তিনি এই নামকরণ করেছেন ।
উল্লেখ্য, ২০০৪ সালে পথ চলা শুরু ফেসবুকের । দিনে দিনে মার্ক জুগেনবার্গের প্রযুক্তি ও ব্যবহারের বিভিন্ন ধরণ বদলে গিয়েছে । দৈনিক দিনের জীবনের অংশ হয়ে উঠেছে ফেসবুক । মেটা-ইউনিভার্সে মানবজীবনে আরও বেশি করে প্রযুক্তির প্রভাব থাকবে বলেও মনে করেন জুকেরবার্গ ।