এসিএন লাইফ নিউজ, ৯ ডিসেম্বর : কৃষক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা সংযুক্ত কিষান মোর্চার । ৩৭৮ দিন পর উঠছে আন্দোলন । বৃহস্পতিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করল সংযুক্ত কিষাণ মোর্চা । আগামী শনিবার থেকে ঘরে ফিরতে শুরু করবেন আন্দোলনকারী কৃষকরা ।
কেন্দ্রীয় সরকারের সঙ্গে একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছিল আন্দোসনকারীদের । আলোচনায় কৃষকদের দাবি মেনে নেওয়ার পরই এই সিদ্ধান্ত বলে জানা গেছে ।
আগেই তিনটি কৃষি আইন প্রত্যাহারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কিন্তু কৃযকদের কিছু দাবি-দাওয়া থাকার কারণে তাঁরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলো । আজ তারই অবসান ঘটল ।
উল্লেখ্য, গত ১৪ মাস ধরে চলছিল কৃষক আন্দোলন । কেন্দ্র সরকারের আনা কৃষি আইন নিয়ে শুরু হয় দেশজুড়ে তোলপাড় । অবিলম্বে দাবি জানানো হয় কৃষি আইন প্রত্যাহার করার । সম্প্রতি সেই তিন আইন প্রত্যাহার করা হয়েছে ।