বাবা আমায় ক্ষমা কোরো,এটি ছিল বাবাকে তার শেষ কিছু বলা
মনদীপ কৌর গত ৩ অগাস্ট অনলাইনে একটি ভিডিও পোস্ট করার পরে আত্মহত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে তাঁর পরিবারের তরফে। মনদীপ তাঁর স্বামী রণজোধবীর সিং সান্ধুর দ্বারা বছরের পর বছর ধরে পারিবারিক নির্যাতনের কথা বলেন। শুধু তাই নয় মৃত্যুর কয়েক মুহূর্ত আগে, কৌর একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘসময় যে নির্যাতনের মুখোমুখি তাঁকে হতে হয়েছিল তার বিস্তারিত বিবরণ বর্ণনা করেন।
তাঁকে বলতে শোনা যায়, “আট বছর হয়ে গেল আমি এখন আর এই প্রতিদিনের মারধর সহ্য করতে পারছি না… বাবা, আমাকে ক্ষমা কোরো। আমি মরতে যাচ্ছি”। এভাবেই মৃত্যুর আগে ভিডিও রেকর্ড করে মৃত্যুর কারণ জানিয়ে গিয়েছেন।
স্বামী, শ্বশুর-শাশুড়ির ‘বিপুল’ চাহিদা মেটাতে পারেননি নিউ ইয়র্কে বসবাসকারী ভারতীয় তরুণী মনদীপ কৌর।স্বামী রণজোধবীর ও তাঁর পরিবারের দাবি না মেটানোর শাস্তিস্বরূপ বিয়ের পর টানা ৮ বছর ধরে মারধর সহ্য করতে হয়েছে মাত্র তিরিশের তরুণীকে।প্রবাসে থাকা ভারতীয় মহিলা, যাদের উপর এধরনের অত্যাচার হয়, তাদের পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ট্যুইটারে শুরু হয়েছে ‘দ্য কৌর মুভমেন্ট’।প্রসঙ্গত, মনদীপ রেখে গিয়েছেন তাঁর দুই কন্যা সন্তানকে যাদের বয়স যথাক্রমে ৪ ও ৬ বছর। সোশ্যাল মিডিয়াতে মনদীপের দুই কন্যা সন্তানকে নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা।