ভারত-বাংলাদেশ সীমান্ত মধুগাড়ি এলাকা থেকে উদ্ধার ফেন্সিডিল,গত রাতে ভারত বাংলাদেশ সীমান্ত মধুগাড়ি বিওপি এরিয়া থেকে উদ্ধার হয় ৩৭৫ বোতল ফেন্সিডিল।
১৪১ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ সূত্রে জানাযায়, রাতে অন্ধকারের সুযোগ নিয়ে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশ্য পাচার করতে যাচ্ছিল নিষিদ্ধ কাফ সিরাপ সেই সময় কর্মরত 141 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ জওয়ানরা কিছু মানুষের চলার শব্দ শুনতে পায়। তখন এলাকা জুড়ে তল্লাশি শুরু করে জওয়ানরা।
বিএসএফদের দেখে রাতের অন্ধকারে সুযোগ নিয়ে ফেন্সিডিল ফেলে পালিয়ে যায় পাচারকারীরা। এই ঘটনায় যদিও বিএসএফ কাওকে আটক করতে পারেনি।