চাঁচল বিধানসভায় ফের পদ্ম শিবিরে যোগ ২০০ জনের
ফের বিজেপিতে যোগদিলেন মালদহের চাঁচল ১ নং ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকার কাজলাদহ,দূর্গাপুর ও গোপালপুরের মানুষ।
শুক্রবার সন্ধ্যায় চাঁচলের রামদেবপুরে বিজেপির এক কর্মী সভায় বিভিন্ন দল থেকে ২০০ জন বিজেপিতে যোগ দিয়েছে বলে দাবী করেছে চাঁচল বিধানসভার পদ্ম শিবির।
মূলত, মালদা জেলা সংখ্যালঘু মোর্চার নবনিযুক্ত সভাপতি আব্দুল কাইয়ুমের হাত ধরেই এই যোগদান কর্মসূচী বলে জানা গেছে।
পদ্ম শিবিরে যোগদানের হিড়িক লাগতেই ২১ শের বিধানসভায় জয় নিশ্চিতরূপে রয়েছে বলে আশাবাদী চাঁচলের বিজেপি মহল।
তবে থমকে নেয় অন্যান্য রাজনৈতিক দল গুলিও।
কে পাবে চাঁচল বিধানসভা সেটা একুশেই দেখা যাবে।