ফের চোলাই মদের বিরুদ্ধে অভিযান ভাতার থানার পুলিশের। পূর্ব বর্ধমানের ভাতার থানার বড়বেলুন ও বড় পোশলা এলাকায় অবৈধভাবে চোলাই মদ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে গ্রেপ্তার করল ভাতার থানার পুলিশ।
পুলিশ জানায়, ধৃতদের নাম নিমাই দুলে ,বিপদ দুলে, এবং সাধন দাস। ধৃত নিমাই দুলে ও বিপদ দুলে এদের দুজনের বাড়ি ভাতারের বড়বেলুন গ্রামে এবং সাধন দাস এর বাড়ি ভাতারের বড় পোশলা গ্রামে, গোপন সূত্রে খবর পেয়ে ভাতার থানা পুলিশ অভিযান চালিয়ে ধৃতদের কাছ থেকে ৮০ লিটার চোলাই মদ সহ মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে ।
https://www.facebook.com/230205334351193/videos/1057601581349336
বিচার বিভাগীয় তদন্তের জন্য পুলিশ ধৃতদের আদালতে পাঠায়। তবে চোলাই মদের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে বলে জানিয়েছেন ভাতার থানার পুলিশ প্রশাসন ।