মাত্র ২৪ ঘন্টার কম সময়ের ব্যবধানে ফের চুরির ঘটনা ঘটলো বাঁকুড়ার বিষ্ণুপুরে। সোমবার রাতে স্টেশন রোড এলাকার চালের দোকান, হার্ডওয়্যার ও একটি গ্যারেজে চুরির ঘটনা ঘটেছে। বারবার চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রসঙ্গত, রবিবার রাতে শহরের ময়রাপুরে চারটি দোকানে চুরির ঘটনা প্রথম প্রকাশ্যে আসে। তার রেশ কাটতে না কাটতেই শহরের স্টেশন রোডে চুরির ঘটনা ঘটলো। এই অবস্থায় শহর জুড়ে পুলিশী টহলদারি বাড়ানোর দাবী জোরালো হচ্ছে।
ফের চুরির ঘটনা বিষ্ণুপুরে ( বাঁকুড়া )
ফের চুরির ঘটনা বিষ্ণুপুরে ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Dienstag, 15. September 2020
শিবপদ লাহা, ধনঞ্জয় দত্তরা বলেন, তালা ভেঙ্গে তাদের দোকানে চোরের দলটি ভীতরে ঢুকে লুঠপাট চালিয়েছে। বারবার চুরির ঘটনায় তারা আতঙ্কিত বলে জানান। একই সঙ্গে পুলিশী টহলদারি বাড়ানোর দাবীও তারা জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে। তবে শেষ পাওয়া খবর পর্যন্ত এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কাওকে আটক করতে পারেনি।