ফের হাতির হানা , এবার হাতি ঢুকে পড়ল লোকালয়ে লন্ডভন্ড চালাল 1 টি তাঁত সহ বাজারের কিছু দোকানের উপর ।
হাতির হামলা, ক্ষতিগ্রস্থ আটটি দোকান , ভাঙল তাঁত। পুজোর মুখে আতঙ্কে এলাকার মানুষ
গতকাল রাতে দলছুট একটি দাঁতাল আচমকাই হানা দেয় বাঁকুড়ার পাত্রসায়ের ব্লকের বীরসিংহ গ্রামে । হানা দিয়ে হাতিটি ফলের দোকান মুড়ির দোকান মোবাইলের দোকান মুদিখানার দোকান আলুর গোডাউন সহ বীরসিংহ বাজারের মোট আটটি দোকানে ভাঙচুর চালায় । ভেঙে ফেলে একটি তাঁতও । পুজোর মুখে এই হাতির হানায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
ফের হাতির হানা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Freitag, 16. Oktober 2020
বন দফতর সূত্রে জানা গেছে গতকাল রাতে বন কর্মী ও হুলা পার্টি একযোগে বাঁকুড়ার পাত্রসায়ের এলাকা থেকে সোনামুখীর দিকে হাতির দলকে ড্রাইভ করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এই সময় দল হাতি থেকে একটি হাতি বেরিয়ে এসে হামলা চালায় বীরসিংহ গ্রামে। গ্রামে ঢুকে একের পর এক বাড়িতে হামলা চালায় হাতিটি। গ্রামের তাঁত গুলিতেও ভাংচুর চালায়। বন দফতর ক্ষয়ক্ষতির কথা স্বিকার করে নিয়েছে।