সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের দাবিতে এবার অবরোধ হুগলি জেলার বৈদ্যবাটি স্টেশনে।সোমবার বৈদ্যবাটি রেল স্টেশনে অবরোধ শুরু করে যাত্রীরা।রেল লাইনের উপর লোহার স্লিপার ফেলে দিয়ে ট্রেন আটকে দেয় যাত্রীরা।
রেলের সঙ্গে বন্ধ হয়ে যায় বৈদ্যবাটি রেলগেট।ফলে জিটি রোডে যান চলাচল বন্ধ হয়ে পরে।স্পেশাল ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে এর আগে অবরোধ বিক্ষোভ হয়েছিল হুগলি জেলার একাধিক রেল স্টেশনে।
https://www.facebook.com/230205334351193/videos/399889604713301
হাওড়া স্টেশনেও ট্রেনে উঠতে দেওয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল যাত্রীরা।এবার সেই অশান্তির আঁচ বৈদ্যবাটি রেল স্টেশনেও দেখা গেল।সকাল থেকেই বিক্ষোভ অবরোধে উত্তাল হয়ে উঠলো বৈদ্যবাটি রেল স্টেশন।