এসিএন লাইফ নিউজ, ১৮ সেপ্টেম্বর : অবশেষে ঘটল জল্পনার অবসান । সামনে এল নুসরতের সন্তানের পিতৃপরিচয় । নুসরত জাহানের সন্তানের বাবা দেবাশিস দাশগুপ্ত । পুরসভা প্রদত্ত বার্থ সার্টিফিকেট থেকে এই খবর সামনে এসেছে ।
গত জুন মাসে প্রকাশ্যে এসেছিল নুসরত জাহান অন্তঃসত্ত্বা । আর তারপর থেকেই নায়িকার সন্তানের পিতৃপরিচয় নিয়ে তুমুল আলোচনা চলেছে সোশ্যাল মিডিয়ায় । পুরসভার সার্টিফিকেটে পুত্র ঈশানের নামের পাশে পদবি লেখা রয়েছে দাশগুপ্ত । আর বাবার নামের জায়গায় লেখা দেবাশিস দাশগুপ্ত ।
প্রসঙ্গত, ভোটের হলফনামায় নিজের নাম দেবাশিস দাশগুপ্ত বলে উল্লেখ করেছিলেন যশ । বার্থ সার্টিফিকেট অনুযায়ী নুসরতের সন্তানের নামকরণ করা হয়েছে ঈশান জে দাশগুপ্ত ।
গর্ভবতী নুসরতকে সারাক্ষণ আগলে রেখেছিলেন সঙ্গী যশ । সন্তানের জন্মের সময় সারাক্ষণ নুসরতের পাশে ছিলেন তিনি । যশের সঙ্গে মিলিয়েই নুসরত ছেলের নাম রেখেছেন ঈশান ।