রাজ্য বিধানসভা নির্বাচন ঘোষণা ও আদর্শ আচরণবিধি লাগু হওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে বাঁকুড়ার বিষ্ণুপুর শহরের রাস্তার দু’পাশে সমস্ত রাজনৈতিক দলের হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার কাজ শুরু হলো। শনিবার সকাল থেকে পি.ডব্লু.ডি দপ্তরের তরফে এই কাজ শুরু হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্য বিধানসভার নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। সেই হিসেবে বিষ্ণুপুর বিধানসভায় ভোট দ্বিতীয় দফায় চলতি বছরের ১ এপ্রিল।
হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার কাজে যুক্ত ঠিকা শ্রমিক আলি উদ্দিন খান বলেন, পি.ডব্লু.ডি দপ্তরের নির্দেশেই আমরা এই কাজ করছি। কোন ব্যবসায়িক বিজ্ঞাপন নয়, শুধুমাত্র রাজনৈতিক দল গুলির হোর্ডিং, ব্যানার, পোষ্টার, পতাকা খুলে ফেলার নির্দেশ তাদের দেওয়া হয়েছে বলে তিনি জানান।