বর্ধমান কেশবগঞ্জ চটি জিটি রোড এলাকায় প্রায় ৮০০ মিটার রাস্তায় জলমগ্ন হয়ে রয়েছে । একদিকে পৌরসভা ২৬ নম্বর ওয়ার্ড , অপরদিকে রয়েছে পঞ্চায়েত এলাকা ।
এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে , কেশবগঞ্জ চটি জিটি রোড এলাকার ব্যাসাদারদের । জল বৃষ্টি হলে তো কোন কথাই নয় , জল বৃষ্টি না হলেও জল রাস্তার উপর জমে থাকছে । সেখানে নানান রকম পোকামাকড়ের উপদ্রব বেড়েছে , দুর্গন্ধ ছড়াচ্ছে এবং নোংরা আবর্জনায় পরিণত হয়েছে ।
এই জলে পা পড়লেই চুলকানি পর্যন্ত হয় , বারবার প্রশাসনকে জানিও কোন সমস্যার সমাধান হয় নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা ।