এসিএন লাইফ নিউজ, ৯ ডিসেম্বর : বৃষ্টি কমেছে সবে মাত্র দু’দিন । কিন্তু সকাল থেকেই রয়েছে স্যাঁতস্যাঁতে ভাব । কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।
হাওয়া অফিস সূত্রে খবর, বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত ছিল । তার টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প গাঙ্গেয় বঙ্গের পরিমণ্ডলে ঢুকেছে । রাতে তাপমাত্রা তুলনায় কম থাকায় মাটির কাছাকাছি থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কুয়াশা তৈরি করেছে । তার মধ্যে বঙ্গোপসাগরে আবার একটি নিম্নচাপ অক্ষরেখার সৃষ্টি হওয়ায় শীত-সম্ভাবনা মার খাচ্ছে ।
চলতি সপ্তাহে শীতের পড়ার কোনও সম্ভাবনাই দেখছে না হাওয়া অফিস । তবে কুয়াশ মুখ ঢাকবে জেলা বলে জানিয়েছে । বুধবার ভোর থেকে সকাল পর্যন্ত জোরালো কুয়াশার মুখে পড়ে কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের একাংশ । ঘন কুয়াশার ব্যাহত হয়েছে উড়ান পরিষেবাও ।