কালিয়াচক ৩নম্বর ব্লকের বীরনগর ১নম্বর গ্রাম পঞ্চায়েতের চিনা বাজার, মন্দাটলা সহ বিভিন্ন এলাকায় রবিবারের ভয়াবহ গঙ্গা ভাঙ্গনে নদীগর্ভে তলিয়ে গেল কয়েকশো ঘরবাড়ী। এদিন গঙ্গা গ্রাসে প্রায় 500 মিটারের উপরে এলাকা।
সেই সমস্ত এলাকা পরিদর্শনে যান মালদা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রসেনজিৎ দাস মহাশয়। এদিন তিনি এলাকা পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা শোনেন।
ভয়াবহ গঙ্গা ভাঙন ( মালদা )
Gepostet von ACN Life News am Sonntag, 30. August 2020
যে সমস্ত ঘরবাড়ি নদীগর্ভে তলিয়ে গেছে তাদের সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন। এবং গঙ্গা ভাঙ্গনে তলিয়ে যাওয়া অসহায় পরিবার গুলো যাতে সরকারি সাহায্য পায় তা উপর মহলে জানানো হবে বলেও জানান তিনি।