দক্ষিণেশ্বরের দিক থেকে বালিখালের দিকে এক যুবতী মোবাইলে কথা বলতে বলতে হেটে আসছিলেন। সেইসময় আচমকাই মোবাইলে কথা বলতে বলতে রেলিং ধরে উঠে পড়েন এবং মুহূর্তের মধ্যে ঝাঁপ দেন গঙ্গায়।ঘটনাস্থলে পৌঁছে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।
https://www.facebook.com/230205334351193/videos/749416292591062
বালি থানার পক্ষ থেকে কালী পূজার জন্য গঙ্গায় বোট রাখা ছিল। যুবতীকে উদ্ধার করে হাওড়া বেলুড় স্টেট জেনারেল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। প্রাণে রক্ষা পেয়েছেন যুবতী।