আজ গণেশ চতুর্থী। সারা দেশের সাথে সাথে জনগনের আহ্বানে ব্রতী হয়েছে বাঁকুড়ার মানুষও। বিভিন্ন এলাকায় সিদ্ধিদাতা পুজোয় মাতলো বাঁকুড়া আট থেকে আশি। গত দুইদিন লকডাউন এর মধ্যেই আয়োজনের ব্রতী হয়েছিল বাঁকুড়ার বিভিন্ন গনেশ পুজো কমিটি। এমনিতেই করোনার থাবায় আয়োজনে কাটছাঁট করে কোনরকমে পূজা সারছেন এবছর বিভিন্ন পুজো উদ্যোক্তারা।
বাঁকুড়ার নুনগোলা রোড, নতুনচটি , তাঁমলিবাঁধ , চাঁদমারি ডাঙ্গা, হরেশ্বরমেলা, কলেজ মোড় পুজো কমিটি আয়োজন করেছে পুজোর। তবে অন্যবারের তুলনায় গণেশ পুজো জৌলুস অনেকটাই কম এবার জেলাজুড়ে।
গণপতির আরাধনা ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Samstag, 22. August 2020
প্রশাসনের বিশেষ নজরদারিতে পুজো করার অনুমতি মিলেছে গুটিকতক উদ্যোক্তার। সরকারি নির্দেশিকা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে গণেশ পূজায় ব্রতী হয়েছেন জেলার মানুষ।