ভাতারের আমবোনা মরে অভিনব কায়দায় ছিনতাই হওয়া মারুতি সুইফট ডিজার গাড়িটিকে উদ্ধার করল ভাতার থানার পুলিশ।
গত ৮ই নভেম্বর বর্ধমান বোলপুর 2B জাতীয় সড়কের আমবোনা মরের কাছে তিন দুষ্কৃতী অভিনব কায়দায় যাত্রী সেজে গাড়ি চালক খুরশীদ আহমদ কে মারধর করে গাড়ি নিয়ে চম্পট দেয় । এরপরই ভাতার থানার পুলিশ তদন্তে নেমে দুদিনের মধ্যে গাড়ি ছিনতাই এর সঙ্গে জড়িত থাকা সঞ্জয় সিংহ কে কলকাতার মেটিয়াবুরুজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
https://www.facebook.com/230205334351193/videos/296847994799460
ধৃত সঞ্জয় সিংহকে আদালত দশদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশি হেফাজতে থাকা সঞ্জয় সিংহ কে জেরা করে পুলিশ ছিনতাই হওয়া গাড়িটি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের রনাই মহল্লা থেকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে।
গাড়িচালক খুরশিদ আহমেদ এর সঙ্গে সঞ্জয় সিংহের পুরনো ব্যবসায়িক শত্রুতার জেরে এই গাড়ি ছিনতাই এর ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এই ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ভাতার থানার পুলিশ।