Home আজকের খবর কার্বন ডাই অক্সাইড ট্যাঙ্কার লিক, আতঙ্কে এলাকাবাসী

কার্বন ডাই অক্সাইড ট্যাঙ্কার লিক, আতঙ্কে এলাকাবাসী

পূর্ব বর্ধমান, ৬ অগষ্ট : লখনউ থেকে কলকাতা যাবার পথে কার্বন-ডাই-অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারের ভালব বাস্ট করল । ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভারব্রিজের উপর ।

 

 

 

 

আজ ভোর পাঁচটা নাগাদ ট্যাঙ্কারের ভালব বাস্ট করে ভেতর থেকে গ্যাস বের হতে শুরু করে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এরপরই ওই পথ দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ । দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থানো পৌঁছে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্যাঙ্কারটি নিরাপদ জায়গায় সরিয়ে রাখে । কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ২ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হয় ।

 

 

 

 

বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানান, এদিন ভোর পাঁচটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভার ব্রিজের উপর কার্বন-ডাই-অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারের ভালভ ফেটে গ্যাস বের হতে শুরু করে । ধোঁয়া বের হতে থাকে বলে এলাকার মানুষজন ভয় পেয়ে যান । পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা গিয়েছে । ট্যাঙ্কারটি লখনউ থেকে কলকাতার বেঙ্গল বেভারেজে যাচ্ছিল ।

 

 

 

 

স্থানীয় বাসিন্দা পাপন মিত্র বলেন, ‘দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ ভয় পেয়ে গিয়েছিল । পুলিশ ও দমকল বাহিনী সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে । অনেক বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা ।’

 

 

 

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments