পূর্ব বর্ধমান, ৬ অগষ্ট : লখনউ থেকে কলকাতা যাবার পথে কার্বন-ডাই-অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারের ভালব বাস্ট করল । ঘটনাটি ঘটে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভারব্রিজের উপর ।
আজ ভোর পাঁচটা নাগাদ ট্যাঙ্কারের ভালব বাস্ট করে ভেতর থেকে গ্যাস বের হতে শুরু করে । এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষজন । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । এরপরই ওই পথ দিয়ে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেয় পুলিশ । দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থানো পৌঁছে গ্যাস বের হওয়া বন্ধ করে ট্যাঙ্কারটি নিরাপদ জায়গায় সরিয়ে রাখে । কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ২ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল শুরু হয় ।
বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী জানান, এদিন ভোর পাঁচটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের তেলিপুকুর ওভার ব্রিজের উপর কার্বন-ডাই-অক্সাইড ভর্তি একটি ট্যাঙ্কারের ভালভ ফেটে গ্যাস বের হতে শুরু করে । ধোঁয়া বের হতে থাকে বলে এলাকার মানুষজন ভয় পেয়ে যান । পুলিশ ও দমকল বাহিনীর যৌথ প্রচেষ্টায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করা গিয়েছে । ট্যাঙ্কারটি লখনউ থেকে কলকাতার বেঙ্গল বেভারেজে যাচ্ছিল ।
স্থানীয় বাসিন্দা পাপন মিত্র বলেন, ‘দ্রুত গ্যাস ছড়িয়ে পড়ায় এলাকার মানুষ ভয় পেয়ে গিয়েছিল । পুলিশ ও দমকল বাহিনী সহায়তায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে । অনেক বড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে স্থানীয়রা ।’