ফের ঘাসফুল শিবিরে ভাঙন চাঁচল বিধানসভার অঞ্চলে অঞ্চলে। বিজেপির টানা যোগদানে অস্বস্তিই হয়ে উঠেছে ঘাসফুল শিবিরে বলে মনে করছেন গেরুয়া শিবির।
এবার চাঁচল বিধানসভার মতিহারপুর অঞ্চল ও ভগবানপুর অঞ্চলের নয়নপুর সংসদ থেকে মোট ১৯০ জন তৃণমূল কর্মী-সমর্থক বিজেপি পরিবারে সামিল হয়েছেন বলে দাবী করা হয়েছে বিজেপির তরফে।
মঙ্গলবার সন্ধ্যায় চাঁচলে বিজেপির এক কর্মী সভায় মালদা জেলার সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল কাইয়ুমের হাত ধরে যোগদান করেছেন তৃণমূল সমর্থকরা বলে জানা গেছে। যোগদানকারীরা সবটাই সংখ্যালঘু সম্প্রদায় বলে বিজেপির তরফে দাবী করা হয়েছে।
বিজেপির এদিন যোগদানের কর্মসূচীতে নেতৃত্ব দিয়েছিলেন মালদা জেলা বিজেপি কমিটির সম্পাদক দীপঙ্কর রাম।
গেরুয়া শিবিরে যোগ ( মালদা )
Gepostet von ACN Life News am Dienstag, 15. September 2020
এদিকে যোগদানের ঘটনাটি ভিত্তিহীন বলে দাবী করেছে তৃণমূল নেতৃত্ব। ভগবানপুর অঞ্চল তৃণমূল কমিটির সভাপতি সাহাজান আলী দাবী করে বলেন, আসন্ন বিধানসভা তাই বিজেপি মিথ্যা প্রচার চালাচ্ছে। ওরা সব কর্মসূচীকেই যোগদানের নাম করেই চালাচ্ছে। সংখ্যালঘু মানুষ ভুলে যান নাগরিক পঞ্জিকরনের কথা।
এটা নিয়ে বিজেপির সরকার মানুষকে বহু বিভ্রান্ত করেছেন কেউ ভুলে যাননি। সময়ে মানূষ যোগ্য জবাব দিবে। ঘাসফুল অটুট থাকবে এলাকায় বলে দাবী তৃণমূল অঞ্চল সভাপতির।