Home খবর মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের...

মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি।

পুজোয় ডান হাতের কাজ বন্ধ রাখা যায় না। ভোজনপ্রিয় বাঙালির কাছে এটা প্রায় দুঃসাধ্য। যাঁরা সারা বছর কড়া ডায়েটে থাকেন, তাঁরাও এই কটা দিন একটু ঢিলে দেন। কারণ পুজো তো বছরে একবারই আসে। তাই জমিয়ে না খেলে যেন পুজোটাই মাটি। বর্ধমানে রেস্তোরাঁ রয়েছে অনেক। তার মধ্যে বিশেষ ভাবে বলতে হয় একটি রেস্তোরার কথা যেখানে ৬৯৯ টাকায় মিলছে ৪০টি পদ৷পুজো মানেই এই রেস্তোরাঁতে যান বহু মানুষ। এই রেস্তোরাঁতে রয়েছে বুফে সিস্টেম। মাত্র ৬৯৯এ পেয়ে যান বার্বিকিউ, ইন্ডিয়ান, চাইনিজ, রকমারি ডেজার্ট। সব মিলিয়ে ৪০রকমের খাবার পেয়ে যাবেন আপনি। এটা তো গেল আমিষের কথা৷

নিরামিষ ভেজ নিতে চাইলে আপনাকে মাত্র ৬৪৯ দিতে হবে৷ তাতেই আপনি পেয়ে যাবেন ৪০রকমের খাবার। তবে আগে থেকে বুকিং করে নিতে হবে। অবশ্য বুকিং না করলেও ভাগ্য ভাল থাকলে সিট পেয়ে যেতে পারেন আপনিও।মেনুতে থাকছে ৬রকমের স্টার্টার, মেইন কোর্সে ৬ রকম৷ থাকছে দুরকমের ফল, সালাড৷ শেষ পাতে থাকছে আইস ক্রিম, পেস্ট্রি, মিষ্টি ইত্যাদি। এই রেস্তোরাঁয় অবশ্যই বুকিং করে আসতে হবে।

খাবার খাওয়ার সময় দুপুর ১২ টা থেকে ২টো৷ দুপুরের আরও একটি স্লট ২টো থেকে ৪এ। এছাড়াও সন্ধে বেলা ৭টা থেকে ৯ টা পর্যন্ত। এই চারটি সময়ের মধ্যে যে কোনও একটি সময় পছন্দ করে নিন আর চলে আসুন পেট পুজো করতে। এই পুজোয় অন্যরকম কিছু খাবার ট্রাই করতে চাইলে চলে আসুন এই রেস্তোরাঁয়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments