Home অফবিট সহজে পচনের হাত থেকে কীভাবে রক্ষা করবেন কলাকে ?

সহজে পচনের হাত থেকে কীভাবে রক্ষা করবেন কলাকে ?

এসিএন লাইফ নিউজ, ২১ সেপ্টেম্বর : কলা খুব সহজলভ্য ফল । খেতেও দারুন স্বাদ । সারা বছরই কলা বাজারে কিনতে পাওয়া যায় । অনেকেই বেশ কয়েকদিন যাতে বাজারে যেতে না হয় তাই একেবারে কলা কিনে আনেন । তবে কলা দীর্ঘদিন সংরক্ষণ করা অনেকের পক্ষে সম্ভব হয় না । কারণ কলা প্রথমে সবুজ এবং ২/১ দিন পরে হঠাৎ করে হলুদ তারপর হাল্কা বাদামী এবং তারপর পচন ধরে যায় ।

 

 

 

 

তবে কিছু পদ্ধতি যার সাহায্যে আপনি কলা দীর্ঘদিন ভালো রাখতে পারবেন । জেনে নিন সেই সমস্ত পদ্ধতি…

 

 

 

সবুজ দেখে কলা কিনুন : আমরা সাধারণত দোকান থেকে সবুজ কলার বদলে বেশি হলুদ কলা কিনে থাকি । তবে হলুদ কলা তাৎক্ষণিকভাবে দেখতে সুন্দর লাগলেও এগুলো খুব দ্রুতই পচে যাওয়ার সম্ভাবনা থাকে । কিন্তু হলুদ কলার তুলনায় সবুজ কলা দীর্ঘ সময় ধরে ভালো থাকে ।

 

 

 

 

 

প্লাস্টিকের ফয়েল দিয়ে কান্ড মুড়িয়ে রাখুন : কলার কান্ড ইথিলিন গ্যাস ছাড়ে । যার কারণে কলা দ্রুত পেকে যায় । আপনি যদি কলাকে দ্রুত পাকা থেকে রোধ করতে চান তবে কলার এই কান্ডটিকে প্লাস্টিকের অথবা এলুমিনিয়ামের ফয়েল দিয়ে মুড়িয়ে রাখুন ।

 

 

 

 

 

কলার জন্য আলাদা বক্স কিনুন : আপনি ব্যাগে কলা আপনার কর্মস্থলে গিয়েছেন যে পরে খাবেন । কিন্তু ব্যাগ খুলে দেখলেন কলা ব্যাগের সব জায়গায় মেখে গিয়েছে । আর এরকম পরিস্থিতিতে পড়েনি এমন লোক হয়তো বা খুব কমই খুঁজে পাওয়া যাবে । আর এই ক্ষেত্রে প্রয়োজন পড়ে কলা রাখার বক্সের । কমবেশি সব বাজারে আপনি কলা রাখার বক্স পেয়ে যাবেন খুব সহজে, এতে কলা নষ্ট হবে না ।

 

 

 

 

 

পাকা কলাগুলো ফ্রিজে রাখুন : পাকা কলা ফ্রিজে রাখলে এর জীবনকাল বৃদ্ধি পায় । তবে কলা সবুজ থাকা অবস্থায় ফ্রিজে কখনই রাখবেন না ।

 

 

 

 

 

কলা ঝুলিয়ে রাখুন : কলা গাছ থেকে আলাদা করার পরে পাকা শুরু করে । তবে কলা ঝুলিয়ে রাখলে অনেকটা ধীর গতিতে পাকে ।

 

 

 

 

ছবি সৌজন্যে পিক্সঅ্যাবে

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments