ছট পূজা উপলক্ষে সেজে উঠেছে মহানন্দা নদীর রামকৃষ্ণ মিশন ঘাট। শুক্রবার সকাল এগারোটা নাগাদ ঘাট পরিদর্শনে যান মালদা জেলার পুলিশ সুপার অলোক রাজোরিয়া, ইংরেজবাজার পৌরসভার প্রশাসক নিহার রঞ্জন ঘোষ, পুলিশের ডিএসপি প্রশান্ত দেবনাথ, ইংরেজবাজার থানার আইসি মদন মোহন রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
ঘাট পরিদর্শনের পর পুলিশ সুপার অলক রাজোরিয়া জানান, প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হবে ছটের ঘাটে। সামাজিক দূরত্ব বজায় রাখা এবং মাস্ক পড়ার আবেদন জানানো হবে প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি স্পিড বোট এবং নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে বিশাল পুলিশবাহিনী।
ভারতবর্ষের অন্যতম উৎসব ছট পূজা। বিহার, উত্তর প্রদেশ এর পাশাপাশি মালদা জেলাতেও দিনে দিনে বাড়ছে ভক্তদের সংখ্যা।হাজার হাজার ভক্ত মালদা শহরের রামকৃষ্ণ মিশন ঘাট, বালুচর ঘাট, পুলিশ লাইন ঘাট সহ বিভিন্ন ঘাটে ভিড় জমাবেন ভক্তরা। ছট পূজা উপলক্ষে ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু হয়েছে ঘাট গুলিতে।
শুক্রবার বিকেলে ভক্তরা পুজোর ডালা নিয়ে নামবেন ঘাটে। শনিবার ভোরে সূর্য প্রণাম করে ঘাট থেকে উঠবেন ভক্তরা।
ঘাটের নিরাপত্তা খতিয়ে দেখতে শুক্রবার ঘাট পরিদর্শনে যান পুলিশ সুপার ও ইংরেজবাজার পৌরসভার প্রশাসক।