Home খবর চিরকুটে বাবাকে ‘ধর্ষক’ লিখে ১০ তলা থেকে ঝাঁপ তরুণীর

চিরকুটে বাবাকে ‘ধর্ষক’ লিখে ১০ তলা থেকে ঝাঁপ তরুণীর

মৃতার নাম সানজানা। ২১ বছরের ওই তরুণী কলেজে পড়তেন। এই মৃত্যুর ঘটনায় অভিযোগের তির মৃতার বাবার দিকে। তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।সংবাদমাধ্যমকে দক্ষিণখান থানার ওসি মামুনুর রশিদ জানান, কাপড় শুকোনোর কথা বলে ফ্ল্যাটের নিরাপত্তারক্ষীর কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই পড়ুয়া। এর পরই ১০ তলার ছাদ থেকে লাফ দেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধার হয় একটি ‘সুইসাইড নোট’।

ছোট্ট সবুজ রঙের কাগজে লেখা, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়, কিন্তু অমানুষের সঙ্গে না।’ এখানেই শেষ নয়। চিরকুটে আরও লেখা, ‘এক জন অত্যাচারী এবং রেপিস্ট, যে কাজের মেয়েকেও ছাড়েনি।’
পুলিশ সূত্রে খবর, মৃতার বাবা শাহিন আলম কিছু দিন আগে দ্বিতীয় বার বিয়ে করেন।

এ নিয়ে পারিবারিক অশান্তি শুরু হয়। কিছু দিন আগে অবশ্য সানজানার মা স্বামীকে ডিভোর্স দেন। সানজানা কিছু দিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাঁর প্রেসক্রিপশনও পাওয়া গিয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, পারিবারিক অশান্তি এবং মানসিক কারণেই আত্মহত্যা করেছেন তরুণী। পুরো ঘটনার তদন্ত করছে ঢাকা পুলিশ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments