আবারো মানবিক ভূমিকায় পূর্ব বর্ধমানের ভাতারের মুরাতিপুর গ্রামের বাসিন্দা, আমির শেখ। মোরগ্রাম নিবাসী এক ভদ্রলোক তার স্ত্রীসহ তিন শিশুকে নিয়ে কিছু সাহায্যের জন্য বিভিন্ন বাজারে ঘুরতে ঘুরতে মোরাতি পুর বাজারে আসেন। উনার নাম বাবর আলী মোর গ্রাম অপরচুটি হাইরোডের নিচেই এক কুড়েঘরে উনি বসবাস করেন ওনার বছর দুয়েকের শিশু সন্তান এক মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার হয়েছে।
প্রথমবার অপারেশন করার পরও সফলতা আসেনি তাই ডাক্তার বাবুরা দ্বিতীয়বার অপরেশনের কথা জানিয়েছেন আর এই অপারেশনের জন্য ওনার কিছু সাহায্যের প্রয়োজন তাই উনি বিভিন্ন বাজারে বাজারে ঘুরতে ঘুরতে এই দিন সকালে মুরাতিপুর বাজারে আসেন , খবর পাওয়া মাত্র মুরাতিপুর বাসিন্দা আমির শেখ উনার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, উনি বাচ্চাদের কিছু জামা কাপড় এবং উনার যথাসাধ্য টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন, এবং ভবিষ্যতেও উনার পাশে থাকার আশ্বাস দিয়েছেন।
আর সবার উদ্দেশ্যে একটাই বার্তা প্রদান করেছেন যাতে এই মানুষটিকে দেখা মাত্রই সবাই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন, যাতে বাচ্চাটি সুস্থ এবং স্বাভাবিক হয়ে তার মায়ের কোলে আবার খেলা করে।যদি কোন সহৃদয় ব্যক্তি ওই অসহায় শিশুটির অসহায় বাবাকে সাহায্য করতে চান তাহলে ৯০৮৩ ৯৯৮০৪৪ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন