এসিএন লাইফ নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই উত্তপ্ত গোয়া । তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ব্যানার ও হোর্ডিং ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।
গোয়া তৃণমূলের অভিযোগ, বিজেপি-র কর্মকর্তারা গোপন বৈঠকে স্থির করেন, মমতার মুখ দেওয়া যে সমস্ত ব্যানার ও পোস্টার গোয়া জুড়ে লাগানো হয়েছে, সব ছিঁড়ে দেওয়া হবে । এরপরই রাতের অন্ধকারে তৃণমূল নেত্রীর মুখ দেওয়া ব্যানার-পোস্টার নষ্ট করতে নেমেছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের ।
অন্যদিকে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন গতকাল একটি ভিডিও পোস্ট করেন টুইটার । সেখানে দেখা যাচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবি জানচ্ছেন তিনি ।
এই প্রথম সরকার গঠনের প্রস্তুতির অঙ্গ হিসেবে অন্য রাজ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজে টুইট করে সবার সমর্থনও চেয়েছেন তিনি । কিন্তু নেত্রীর সফরের আগেই তাঁর মুখ দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল গোয়া ।