Home আজকের খবর গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ

গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়ার অভিযোগ

এসিএন লাইফ নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগেই উত্তপ্ত গোয়া । তৃণমূল নেত্রীর ছবি দেওয়া ব্যানার ও হোর্ডিং ছেঁড়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে ।

 

 

 

 

 

 

 

গোয়া তৃণমূলের অভিযোগ, বিজেপি-র কর্মকর্তারা গোপন বৈঠকে স্থির করেন, মমতার মুখ দেওয়া যে সমস্ত ব্যানার ও পোস্টার গোয়া জুড়ে লাগানো হয়েছে, সব ছিঁড়ে দেওয়া হবে । এরপরই রাতের অন্ধকারে তৃণমূল নেত্রীর মুখ দেওয়া ব্যানার-পোস্টার নষ্ট করতে নেমেছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের ।

 

 

 

 

অন্যদিকে, তৃণমূল সাংসদ ডেরেক ও’ ব্রায়েন গতকাল একটি ভিডিও পোস্ট করেন টুইটার । সেখানে দেখা যাচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের পদত্যাগের দাবি জানচ্ছেন তিনি ।

 

 

 

এই প্রথম সরকার গঠনের প্রস্তুতির অঙ্গ হিসেবে অন্য রাজ্যে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । নিজে টুইট করে সবার সমর্থনও চেয়েছেন তিনি । কিন্তু নেত্রীর সফরের আগেই তাঁর মুখ দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল গোয়া ।

Most Popular

মালাইকা কি হতে চলেছে মা?

অভিনেত্রীর ঘনিষ্ঠদের কাছে থেকে পাওয়া খবর, মালাইকা অন্তঃসত্ত্বা। আগামী মাসেই লন্ডন পাড়ি দেবেন অর্জুন-মালাইকা। সেখান থেকেই এই খুশির খবর সকলের সঙ্গে ভাগ করে নেবেন...

সমকামিতার ‘অপরাধে’ ৭ মাস কারাদণ্ডের নির্দেশ।

জাভা দ্বীপপুঞ্জের এক বাহিনীতে নিযুক্ত ছিলেন দু’জন। তাঁদের ‘অপরাধ’, তাঁরা দু’জনেই সমকামী। যৌনসম্পর্কে লিপ্তও হয়েছিলেন তাঁরা। সেই কারণে ৭ মাস কারাবাসের নির্দেশ দিল ইন্দোনেশিয়ার...

৮ বছরের বালককে গিলে খেল অতিকায় কুমির!

কুমিরের পেটে গেল ৮ বছরের জুলিয়ো ওতেরো ফার্নান্ডেজ। অসহায় হয়ে দাঁড়িয়ে দেখতে হল মা, বাবা, ভাইবোনেদের।ভাইবোনেদের সঙ্গে নদীর হাঁটুজলে নেমে মাছ ধরছিল জুলিয়ো। ভাইবোনেরা...

স্মার্ট মিটার’ বসতে চলেছে রাজ্যে

বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে অরূপ জানান, রাজ্যজুড়ে ৩৭ লক্ষ ‘স্মার্ট মিটার’ বসানোর পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে বসানো...

Recent Comments