কেতুগ্রামের রেণুর জন্য সুখবর, কৃত্রিম হাত তৈরি করে দিচ্ছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ।
পূর্ব বর্ধমান জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে প্রায় ৪ লক্ষ টাকা ব্যয়ে কৃত্রিম হাত লাগানো হবে বলে জানিয়েছেন সভাধিপতি শম্পা ধাড়া। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের গৃহবধু রেণু খাতুনের ডান হাত কব্জি থেকে বাদ দেওয়ার পর তাঁর জন্য কৃত্রিম হাতের উদ্যোগ নেয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতি। সমিতির চেয়ারম্যান মন্ত্রী স্বপন দেবনাথে উপস্থিতিতে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
তারপরই এর জন্য সমস্ত ব্যয় পূর্ব বর্ধমান জেলা পরিষদ বহন করবে বলে জানিয়ে দেন সভাধিপতি শম্পা ধাড়া।যখন স্বাভাবিক জীবনের স্বার্থে রেণু খাতুনের জন্য কৃত্রিম হাত দিতে চলেছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ, তখন তার উল্টোদিকে রেণু খাতুন কাণ্ডে অভিযুক্ত ৩ জনের জামিন হয়ে যাওয়ায় রেনু জানান, ” আমি আতঙ্কিত, পুলিশের তদন্তে গাফিলতি থাকতে পারে, তার জন্যই হয়তো জামিন পেয়ে গিয়েছে অভিযুক্তরা।
জামিন হওয়ায় আমি খুব বিস্মৃত।আশঙ্কা করছি আমার উপর ফের হামলা হতে পারে।”অভিযোগ, গত ৪ জুন কেতুগ্রামের কোজলসা গ্রামের গৃহবধু রেণু খাতুনকে নার্সিং-এ চাকরি করতে না দিতে তাঁর ডান হাতের কব্জি কেটে দেন স্বামী শেখ সরিফুল ওরফে সিরাজ শেখ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা রাজ্য জুড়ে। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে রেণুকে নার্সিং-এ চাকরি দেওয়া হয়। বর্তমানে রেণু খাতুন নার্সিং কলেজে কর্মরতা।