কৃষ্ণ ভার্শনি নাম তার, সেদিন ছিল তার বিয়ে সেই শুভ দিনে তিনি চেয়ে ছিলেন তার হবু বউ কে দেবেন সারপ্রাইজ।সেই ঘটনাটি পোস্ট করেন তিনি তার সোশ্যাল মিডিয়াতে।চলুন তাহলে জেনে নেয়া যাক সারপ্রাইজ টা তাহলে কি ।নবদম্পতির সামনে হাতে বড় বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন অ্যামাজনের ডেলিভারি বয়।
আসলে অ্যামাজন থেকে বরমালা বা গোরের মালা অর্ডার করেন তিনি। স্ত্রী ফাল্… প্রত্যেকেই চান নিজের বিয়েকে সকলের কাছে স্মরণীয় করে রাখতে। আর সেই কারণে বিভিন্ন অভিনব আইডিয়াও ভাবেন তাঁরা। নবদম্পতির সামনে হাতে বড় বাক্স নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একজন অ্যামাজনের ডেলিভারি বয়।
আসলে অ্যামাজন থেকে বরমালা বা গোরের মালা অর্ডার করেন তিনি। যা দেখে বেজায় খুশি হবু বউ অভিনবত্বের মধ্যে দিয়ে বিয়ের আয়োজনটিকে স্মরণী… সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার পরেই ভাইরাল (Viral) হয়ে যায়। তাতে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা। এক ইউজার লেখেন, ‘অতিমারির পর আজকাল কী হচ্ছে বোঝা মুস্কিল।