রাতের অন্ধকারে গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হলো ।
গরু পাচার কাণ্ডের সঙ্গে যুক্ত গরু মাফিয়াদের নিয়ে যখন তোলপাড় গোটা রাজ্য কাঁটাতারের ফাঁক দিয়ে যখন হাজার হাজার গরু পাচার করা হচ্ছে অন্যত্র তখন রাতের অন্ধকারে গ্রামে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হল । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী থানার কোচডিহি পঞ্চায়েতের তিউড়া ও বুড়ি আঙ্গরি গ্রামে ।
স্থানীয় সূত্রে জানতে পারা যায় , অসীম মন্ডল নামে এক ব্যক্তির দুটি গরু এবং ছিদাম মন্ডল নামে এক ব্যক্তির একটি মহিষ ও খুকুমণি হেমরম নামে একজনের দুটি বলদ গরু সহ মোট তিনজনের পাঁচটি গবাদিপশু চুরি হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় । স্থানীয় সূত্রে আরো জানতে পারা যায় , চোরের দল চারচাকা গাড়ি করে গবাদিপশু গুলিকে চুরি করে নিয়ে যায় ।
অসীম মন্ডল নামে এক গরুর মালিক বলেন , রাতের বেলায় কে বা কারা গরু চুরি করে নিয়ে গেছে আমরা বুঝতে পারিনি তবে এই ঘটনার সঙ্গে কোন পাচার চক্র জড়িত রয়েছে বলে তিনি মনে করেন ।
সুকুমনি হেমরম নামে অপর এক গরুর মালিক বলেন , সকালে গবাদিপশু বের করতে গেলে দেখি গরু চুরি হয়ে গেছে অনেক খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি । তবে তিনিও এই ঘটনার সঙ্গে কোনো পাচার চক্র জড়িত রয়েছে বলে মনে করেন ।
অলোক মন্ডল নামে এক গ্রামবাসী বলেন , এই ঘটনায় আমরা ব্যাপক আতঙ্কিত এর আগে কোনদিন এই ধরনের ঘটনা ঘটেনি । রাতের অন্ধকারে গাড়ি নিয়ে এসে এইভাবে চুরির ঘটনা গ্রামে আগে কোনদিনও হয়নি ।
খবর পেয়ে গ্রামে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ । ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে সোনামুখী থানার প্রশাসনিক আধিকারিকরা ।
তবে কি গরু চুরি বিষয়ে কোনো বড় মাফিয়া যুক্ত আছে কিনা সে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ।