Home ১৮ থেকে ১৮ থেকে ২৫ বছর বয়সিদের বিনামূল্যে কন্ডোম দেবে সরকার।

১৮ থেকে ২৫ বছর বয়সিদের বিনামূল্যে কন্ডোম দেবে সরকার।

ওষুধের দোকান থেকেই বিনামূল্যে পাওয়া যাবে নিরোধ। ৮ ডিসেম্বর, বৃহস্পতিবার পশ্চিম ফ্রান্সের পোইটিয়ার শহরে তরুণদের স্বাস্থ্য সম্পর্কিত এক আলোচনা চলাকালীন এই ঘোষণা করেন ইমানুয়েল।প্রেসিডেন্ট মাকরঁ বলেন, ‘‘১ জানুয়ারি থেকে দেশের সমস্ত ওষুধের দোকানে ১৮ থেকে ২৫ বছর বয়সিদের জন্য নিরোধ পাওয়া যাবে বিনামূল্যে।’’সে দেশে অবাঞ্ছিত গর্ভধারণ এবং যৌন সংসর্গ থেকে সংক্রামিত রোগ কমানোর লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।গর্ভপাত আটকাতে এই সিদ্ধান্ত একটি ‘ছোট বিপ্লব’ বলেও উল্লেখ করেন মাকরঁ।

তিনি বলেন, ‘‘দেশের যে সব মেয়ে অসময়ে গর্ভপাত এড়াতে চান, তাঁদের জন্যও এই পদক্ষেপ জরুরি ছিল।’’একটি হিসাব বলছে, ২০২০ এবং ২০২১ সাল মিলিয়ে ফ্রান্সে যৌন সংসর্গ থেকে সংক্রামিত রোগের হার ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।সম্প্রতি ২৫ বছরের কমবয়সি মহিলাদের বিনামূল্যে জন্মনিয়ন্ত্রণের প্রস্তাব দিয়েছে সে দেশের সরকার।এই প্রসঙ্গে ফরাসি প্রেসিডেন্ট বলেন, “আমরা যৌনশিক্ষার বিষয়ে খুব ভাল জানি না। বাস্তব অনেক আলাদা। এটি এমন একটি ক্ষেত্র, যেখানে আমাদের শিক্ষকদের আরও ভাল ভাবে শিক্ষিত করতে হবে।”চিকিৎসকের পরামর্শে নিরোধ কিনলে ফ্রান্সে এমনিতেই সেই অর্থ মানুষকে ফেরত দিয়ে দেওয়া হয়। এর পর যৌন সংক্রামিত রোগ কমানোর লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে সিদ্ধান্ত নিল সে দেশের সরকার।সম্মেলনে মাকরঁ নিজেও মাস্ক পরে উপস্থিত হয়েছিলেন। তিনি জানান, ‘স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশিকা’ অক্ষরে অক্ষরে মেনে চলছেন। যদিও দেশে মাস্ক পরা আর বাধ্যতামূলক নয়।

মাকরঁ যে দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে অত্যন্ত চিন্তিত।এর আগে নিরোধ ব্যবহারকে জনপ্রিয় করতে ফ্রান্সের সরকার জনগণকে পর্ন ভিডিয়ো দেখাতে শুরু করেছিল।১৯৯৮ সালে তৎকালীন ফ্রান্স সরকার পাঁচটি ছোট পর্ন ছবি বানিয়ে জনগণকে দেখার জন্য উৎসাহিত করেছিল।তবে সাধারণ মানুষকে পর্ন-আসক্ত করার অভিযোগ আনা হয়েছিল সরকারের বিরুদ্ধে। সমালোচনার মুখে পড়েছিল সরকার।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments