Home খবর গ্রামবাসীর উদ্যোগে সাঁকো তৈরী

গ্রামবাসীর উদ্যোগে সাঁকো তৈরী

নিজের উদ্যোগে বাঁশের সাঁকো তৈরী করলো স্থানীয়রা , নীরব প্রশাসন ।

 

গ্রামবাসীরা চাঁদা তুলে তৈরি করল বাঁশের সাঁকো।চলাচলে অসুবিধা কে সামনে রেখে প্রশাসনের ওপর আস্থা হারিয়ে গ্রামবাসীরা নিজেরাই তৈরি করে ফেলেছে বাঁশের সাঁকো।মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের এলাহিটোলা গ্রামবাসীরা মিলিত ভাবে নিজেদের টাকা খরচ করে এই সাঁকো নির্মাণ কাজ শেষ করেছে। এই সাঁকো তৈরি করার ফলে কিছুটা হলেও সমস্যা দূর হবে বলে দাবি গ্রামবাসীদের।

গঙ্গার জল বেড়ে যাওয়ায় গোপালপুর অঞ্চলের এলাহিটোলা গ্রামের বিস্তীর্ণ এলাকায় গঙ্গার জল প্রবেশ করেছে। গ্রামের চলাচলের রাস্তা রয়েছে বর্তমানে জলের তলায়।এই গ্রামে প্রায় ২০০ পরিবারের বসবাস।যোগাযোগের রাস্তা জলের তলায় চলে যাওয়ায় প্রশাসনের অপেক্ষা না করেই নিজেরাই সাঁকো তৈরি করে ফেলেছে গ্রামবাসী।

গ্রামবাসীর উদ্যোগে সাঁকো তৈরী ( মালদা )

গ্রামবাসীর উদ্যোগে সাঁকো তৈরী ( মালদা )

Gepostet von ACN Life News am Donnerstag, 27. August 2020

গ্রামবাসীদের অভিযোগ, এই দুরবস্থায় তাদের পাশে দাঁড়ায়নি কেউই। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান থেকে সদস্য সকলেই বিষয়টি জানানো হলেও কোনো কর্ণপাত করেননি।কেউ কোনদিন কোন পরিষেবা এই গ্রামের জন্য নিয়ে আসেনি। বিগত দিনে জলে প্লাবিত হওয়ার পর তরং সমস্যার মুখে পড়তে হয়েছে এলাকার মানুষকে। কেউ অসুস্থ হয়ে গেলে কোলে করে ঘাড়ে করে নিয়ে যেতে হয়েছে জল পার করে হাসপাতলে। তবে এবছর সকলের অসুবিধা কথা মাথায় রেখে স্থানীয় সকলে মিলেই উদ্যোগ গ্রহণ করা হয় এ বাঁশের সাঁকো তৈরি করার। চাদর মাধ্যমে সকলেই যে যার মতো করে সহযোগিতা করে এ বাঁশের সাঁকোর বর্তমানে তৈরির কাজ শেষ হয়েছে। এর ফলে সুবিধা হবে সকলের বলে জানাচ্ছেন গ্রামবাসীরা।

যদিও এই প্রসঙ্গে মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মন্ডল জানিয়েছেন, বিষয়টি শুনেছি গ্রামবাসীরা নিজেরাই বাঁশের সাঁকো তৈরি করেছে। কিন্তু এ ব্যাপারে গ্রামবাসীরা কোনরকম ব্লক প্রশাসন বা পঞ্চায়েত সমিতির কাছে কিছুই জানাননি।তাদের এই সমস্যার কথা জানানো হলে হয়তো কোনো উদ্যোগ গ্রহণ করা হত। তবে যখন তারা নিজেরাই সাঁকো বানিয়ে ফেলেছেন তাই সেই সাপকে পাকাপোক্ত মজবুত করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ প্রশাসনের মাধ্যমে মানিকচক পঞ্চায়েত সমিতি গ্রহণ করবে। খতিয়ে দেখতে আগামীতেও এলাকাতেও যাব আমরা বলে জানিয়েছেন তিনি।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments