আজ ভোর বেলাতে বাঁকুড়া সিমলাপালের স্কুল মোড়ে একটি ভুসিমাল দোকানের গুদাম ঘরে আচমকা আগুন লেগে যায়।
স্থানীয়রা সকালে হাঁটতে যাওয়ার সময় দেখেন পরে স্থানীয়রা চেষ্টা করে আগুন নেভাতে ও সিমলাপাল থানার পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থলে পৌঁছায় সিমলাপাল থানার পুলিশ। এবং তারা ফায়ার বিগেট কে খবর দিলে তারা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
গুদাম ঘরে আচমকা আগুন ( বাঁকুড়া )
গুদাম ঘরে আচমকা আগুন ( বাঁকুড়া )
Gepostet von ACN Life News am Sonntag, 18. Oktober 2020
যেহেতু লঙ্কা, আলু, পেঁয়াজ, আদা, রসুন, মুড়ি ইত্যাদি ছিল ভিতর আগুন জ্বলছিল নেমাতে প্রায় তিন ঘন্টা লেগে যায় দমকল বিভাগের এখনো পর্যন্ত অনুমান করছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।
আনুমানিক ক্ষতি হয়েছে প্রায় দুই থেকে তিন লক্ষ টাকার।