Home অত্যাচার হনুমানের অত্যাচারে ,সাপ এনে থানা সামলাচ্ছে

হনুমানের অত্যাচারে ,সাপ এনে থানা সামলাচ্ছে

যখন-তখন থানাতে ঢুকে পড়তে শুরু করে। শুধু তাই-ই নয়, থানার কিছু কিছু জিনিসও নিয়ে পালাচ্ছে বলে দাবিপুলিশকর্মীদের।জঙ্গললাগোয়া থানা। ফলে প্রতি দিনই খাবারের খোঁজে সেখানে হানা দেয় হনুমানের দল। প্রথম প্রথম বিষয়টি নিয়ে এতটা গুরুত্ব না দিলেও, ক্রমেই হনুমানের অত্যাচার মাত্রা ছাড়িয়ে যেতে শুরু করে।

কী ভাবে হনুমানদের অত্যাচার থেকে মুক্তি পাওয়া যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেন পুলিশকর্মীরা। তখনই তাঁদের মাথায় আসে সাপের বিষয়টি। না, এ ক্ষেত্রে আসল সাপ ব্যবহার করেননি পুলিশকর্মীরা। তাঁরা রংবেরঙের প্লাস্টিকের সাপ কিনে নিয়ে আসেন। সেই সাপগুলিকে থানা চত্বরের বাইরে থেকে থানার ভিতর পর্যন্ত খুঁটিতে আটকে দেওয়া হয়। এবং আশ্চর্যজনক ভাবে হনুমানের দাপাদাপি বন্ধ হয়ে যায় বলে দাবি করেছেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক।

ঘটনাটি কেরলের ইদ্দুকি জেলার কুমবামমেট্টু থানার। সাব-ইনস্পেক্টর পি কে লালভাই বলেন, “সাপগুলি থানার চারপাশে আটকে দেওয়া আশ্চর্যজনক ভাবে হনুমানের দল কাছেপিঠে ঘেঁষছে না।” থানারই অন্য এক কর্মী সুনিশ বলেন, “হনুমানরা দলে দলে আসত। থানার বাগান নষ্ট করে দিত। পাশেরই একটি গ্রামের এক দারুচিনি চাষি জানান, ক্ষেত থেকে হনুমান তাড়াতে তিনি প্লাস্টিকের সাপ ব্যবহার করেন। তাঁর সেই পরিকল্পনাকেই কাজে লাগানোর চেষ্টা করতেই তা সফল হয়।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments