২০১৯ শের ৮ই অক্টোবর নবমীর রাতে খুন হয়েছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার মাইশোরা অঞ্চলের তৃণমূল নেতা কুরবান আলী শা। তাতে খুনের আসামী হিসেবে নাম উঠে এসেছিল পাঁশকুড়ার আনিসুর রহমানের।
২০২১সালের জানুয়ারি মাসে ৩২১ ধারায় কেস প্রয়োগ করে রাজ্য সরকার । তাতে আনিসুর রহমান সহ আটজনকে নির্দোষ প্রমাণিত করে প্রায় ছেড়ে দেওয়ার ব্যবস্থা হয়েছিল।
ফের কুরবানের দাদা আফজল আলি শা সেই কেস কে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে আবেদন করে ভাইয়ের বিচার চেয়ে। তাতে হাইকোর্টের রায়ে রাজ্য সরকারের ৩২১ধারা কেস খারিজ হয়ে যায়। হেরে যেতে হয় রাজ্য সরকারকে। আনিসুরের জামিনের আবেদন নাকচ করে দেওয়া হয়। ফের আনিসুর রহমান সহ আটজনের জেল হেফাজত হয়।হাইকোর্টের রায়ে খুশি কুরবান আলী শা এর পরিবার।