Home গলায় দড়ি পরীক্ষায় টুকলির পর হেনস্থা স্কুলছাত্রী!গলায় দড়ি দিল স্কুলছাত্রী, প্রধানশিক্ষিকার বিরুদ্ধে মামলা।

পরীক্ষায় টুকলির পর হেনস্থা স্কুলছাত্রী!গলায় দড়ি দিল স্কুলছাত্রী, প্রধানশিক্ষিকার বিরুদ্ধে মামলা।

উত্তরপ্রদেশে একাদশ শ্রেণির এক ছাত্রী নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।অভিযোগ, স্কুলের শিক্ষিকারা ওই ছাত্রীকে হেনস্থা করেছিলেন। ছাত্রী পরীক্ষায় টুকলি করেছে বলে অভিযোগ করেছিলেন শিক্ষিকারা। যদিও ছাত্রীর পরিবার টুকলির অভিযোগ অস্বীকার করেছে।একাদশ শ্রেণির ছাত্রী বুধবার নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার পরিবারের তরফে পুলিশে খবর দেওয়া হলে তারা এসে দেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ছাত্রীর কাছ থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।

কেন সে আত্মঘাতী হল, তা জানতে চাওয়া হলে পরিবারের সদস্যেরা স্কুলের ঘটনা বলেন।সত্যিই স্কুলে বকাঝকার কারণে ছাত্রী আত্মহত্যা করেছে, না কি এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।পুলিশের কাছে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ছাত্রীর বাবা।

তিনি জানান, মিথ্যা অভিযোগ এনে তাঁর মেয়েকে হেনস্থা করেছেন শিক্ষিকারা। তার পর থেকেই ছাত্রী মনমরা হয়ে ছিল। তবে সে যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলবে, কল্পনাও করতে পারেননি পরিবারের কেউ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments