Home Malda বর্ষায় ভেঙে পড়লো এক দম্পতির বাড়ি, পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে পরিবার

বর্ষায় ভেঙে পড়লো এক দম্পতির বাড়ি, পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে পরিবার

হরিশ্চন্দ্রপুর, ১১ অগাষ্ট : বৃষ্টির জেরে ভেঙে পড়লো এক বৃদ্ধ দম্পতির কাঁচা বাড়ি । ঘটনাটি ঘটেছে বুধবার ভোরে হরিশ্চন্দ্র পুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর জিপির ভবানীপুর গ্রামে । অসহায় ভাবে পলিথিন টাঙিয়ে দিন কাটাচ্ছে পরিবার । আহত হয়েছেন বৃদ্ধ মসিউর রহমান (৭০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বিবি(৬৫) ।

 

 

 

 

 

 

 

মসিউর রহমান জানান, স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলেন । এদিন রাতে একনাগারে বৃষ্টি হচ্ছিল । ভোরের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মাটির কাঁচা বাড়ি । তাঁদের চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন প্রতিবেশীরা । প্রতিবেশীদের তৎপরতায় একটুর জন্য প্রান বাঁচে তাঁরা ।

 

 

 

 

 

তিনি আরও বলেন, বয়স্ক স্ত্রী ও এক নাবালিকা নাতনিকে নিয়ে অভাবের সংসার । বয়স্ক ভাতা পেলেও প্রায় এক বছর ধরে ভাতা বন্ধ রয়েছে । একদিকে ভাতা বন্ধ অপরদিকে একমাত্র কাঁচা মাটির বাড়িটিও ভেঙে গেল এই বর্ষায় । খুব চিন্তায় দিন কাটছে ।

 

 

 

 

মসিউর রহমানের স্ত্রী আনোয়ারা বিবি বলেন, বুধবার ভোরে তাঁদের একমাত্র মাটির কাঁচা বাড়িটি ভেঙে যায় । এই বর্ষায় পলিথিন টাঙিয়ে কোনোরকমে দিন গুজরান করছি । বয়স্ক স্বামী কাজ করতে পারে না । একবছর ধরে স্বামীর বয়স্ক ভাতা বন্ধ রয়েছে । একমাত্র ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে । বৃদ্ধ বাবা-মা কে দেখে না । একমাত্র রেশনের চাল দিয়ে চলে তাঁদের সংসার ।

 

 

 

 

 

এই বিষয়ে বিডিও অনির্বাণ বসু বলেন, ওনাদের কথা জনাতে পেরেছি । সরকারি ভাবে সবরকমের সাহায্য পাইয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন তিনি ।

Most Popular

পোস্ত কীভাবে এল? দেখুন বিস্তারিত

পেঁয়াজ বা রসুন ছাড়াই রান্না করা এই পদটি প্রতিটি বাঙালি পরিবারের সবচেয়ে সহজ, আরামদায়ক এবং প্রধান নিরামিষ খাবার। পোস্তবাঁটার (Posto Bata) অনন্য স্বাদ, কাঁচা...

রাস্তার ধারে গাছগুলিতে করা হয় সাদা রং ,তবে জানেন কি, কেনো করা হয় ?

রাস্তা দিয়ে পারাপার করার সময় চোখের সামনে অনেক কৌতূহল পূর্ণ জিনিসপত্র ধরা পড়ে। সেই সকল কৌতূহল জিনিসপত্র সম্পর্কে জানার ইচ্ছেও কম থাকে না। সেই...

মস্তিষ্কে অস্ত্রোপচারের পর কেমন আছেন মুকুল রায়?

তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হল। আপাতত তিনি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।সূত্রের খবর, ভুলে যাওয়া থেকে শুরু করে, ব্যালেন্সিংয়ের সমস্যা হচ্ছে প্রবীণ...

শিয়ালদহ মেন শাখায় ট্রেনের দুর্ভোগ বেশ কিছু দিন ধরেই চলছে,নাজেহাল যাত্রীরা।

সকাল ১০.৪০ মিনিটে ডাউন ভাগীরথী এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছানোর কথা থাকলেও, ওই ট্রেন এ দিন বিকেল চারটের পর গন্তব্যে পৌঁছোয়। ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। সকাল...

Recent Comments