ফের দাঁতাল বাঁকুড়ায়। ১৭ টি দাঁতালের একটি ফিরে এল বাঁকুড়ায়। সূত্রের খবর, আজ সাতসকালে গড়বেতার জঙ্গল হয়ে বাঁকাদহ জঙ্গল হয়ে জয়পুর জঙ্গলে ঢুকে পড়ল একদল গজরাজ।
শেষ পাওয়া খবর অনুযায়ী হাতির দলটি অবস্থান করেছে বাসুদেবপুর বিট এলাকায়। নতুন করে আতঙ্কে জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। মাত্র কয়েকদিন আগেই 45 টি হাতির একটি দল গরবেতা জঙ্গল হয়ে বাঁকাদহ জঙ্গল লাগোয়া বাসুদেবপুর বিট এলাকায় প্রবেশ করে কিন্তু বন কর্মীদের তৎপরতায় হাতি গুলিকে দ্বারকেশ্বর নদী পার করে সোনামুখী জঙ্গলে প্রবেশ করায়।
কিন্তু কয়েক দিন যেতে না যেতে আবার হাতির দল প্রবেশ করায় ব্যাপক ফসলের ক্ষতি সম্মুখীন হতে পারে জঙ্গলমহলের আলুচাষিরা তাই আতংকে দিন কাটাচ্ছেন জয়পুর জঙ্গল মহলের মানুষ জন। এখন হাতি গুলির অবস্থান জয়পুর বাসুদেবপুর বিট এলাকায় সূত্রে খবর জানতে পারা যায় আজ বিকাল নাগাদ বুনো হাতির দল টিকেট দ্বারকেশ্বর নদী পার করে দেওয়ার সম্ভাবনা রয়েছে ।