দলছুট এক দলমার দাঁতালকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো তালডাংরার হাড়মাসড়া এলাকায়। বৃহস্পতিবার সকালের ঘটনা।
বাঁকুড়া উত্তর বনবিভাগের প্শাপাশি দক্ষিণ বনবিভাগের জঙ্গল মহলের সারেঙ্গা, রানীবাঁধ এলাকায় ফি বছর পরিযায়ী হাতির দলের দেখা মিললেও এই এলাকায় এই ঘটনা প্রথম বলেই এলাকার মানুষ জানিয়েছেন।
জঙ্গলে খাদ্যসংকটের কারণেই লোকালয়ে হাতি ঢুকে পড়ার ঘটনা ঘটছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। যদিও হাড়মাসড়া এলাকায় এদিন এই হাতির আক্রমণে কোন ক্ষয়ক্ষতির খবর নেই।
একই সঙ্গে বনদপ্তরের কর্মীদেরও দেখা মেলেনি বলে অভিযোগ। সর্বশেষ পাওয়া খবরে ঐ দলছুট দাঁতালটি শিলাবতী নদী পেরিয়ে খাতড়ার দিকে যাত্রা শুরু করেছে।