হাতির হানায় মৃত যুবকের বাড়িতে গেলেন তৃণমূল নেত্রী ও বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অর্চিতা বিদ। সোমবার দেজহাট গ্রামে গিয়ে মৃত সুভাষ বাগদীর বাড়িতে যান তিনি। কথা বলেন পরিবারের সদস্যদের সঙ্গে।
প্রসঙ্গত, রবিবার ভোরে নিজের বাড়িতে ঘুমন্ত অবস্থায় হাতির হানায় মৃত্যু হয় পেশায় রাজমিস্ত্রী সুভাষ বাগদীর।
অর্চিতা বিদ বলেন, হাতির হানায় মৃত সুভাষ বাগদীর পরিবারের পাশে আমরা আছি। বৃদ্ধ বাবা, এক ভাই ও প্রতিবন্ধী দাদা রয়েছেন। পরিবারটি খুব অসহায় হয়ে পড়েছে।
এই অবস্থায় যাতে সরকারী সুযোগ সুবিধা তারা পায় সেবিষয়টি তারা দলের পক্ষ থেকে দেখবেন বলে তিনি জানান।